এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: ‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ , এই স্লোগানে বাগেরহাটে জাতীয় আইন সহায়তা দিবস-২০১৮ পালিত হয়েছে।
শনিবার বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাগেরহাট-খুলনা মহাসড়কের বাসস্ট্যান্ড মোড় ঘুরে পুনরায় আদালত চত্ত্বরে গিয়ে শেষ হয়।
বাগেরহাট জেলা আইন সহায়তা কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মো. ফজলুল হকের নেতৃত্বে র্যালিতে অংশ নেন বাগেরহাট- ৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক আবু ইব্রাহীম, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নার্গিস বেগম, আইনজীবী সমিতির সভাপতি একে আজাদ ফিরোজ টিপু, সাধারন সম্পাদক আলতাফ হোসেনসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা।
পরে আইনজীবী সমিতির ভবনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বাগেরহাট আদালত চত্তরে আইন সহায়তা নিয়ে রুপান্তরের সহযোগিতায় একটি পটগান অনুষ্ঠিত হয়।আপর দিকে মোরেলগঞ্জে শনিবার পালিত হয়েছে জাতীয় আইন সহায়তা দিবস। দিবসটি উপলক্ষ্যে আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠিত র্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলমগীর হুসাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়।
প্রতিপাদ্য বিষয় নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেগম রেবেকা খাতুন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. বাকি বিল্লাহ। আলোচনা সভায় সরকারি,বেসরকারি কর্মকর্তা ,সুধিজন ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
ফকিরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর এর উদ্যোগে এবং উপজেলা লিগ্যাল এইড এর আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৮ পালন উপলে র্যালি ও আলোচনা সভা শনিবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে বাংলাদেশ, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াংকা রানী পাল। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর সবুর ও উপজেলা সমন্বয়কারী মোঃ আরিফুল ইসলাম সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। এর আগে শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।কচুয়া উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কচুয়া সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের নেতৃত্বে র্যালিতে অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া থানার উপ-পরিদর্শক মো. শাহ আলম, উপজেলা ঠিকাদারী কল্যাণ সমিতির সভাপতি আজাদ হোসেন বালি, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পুলিন বিহারী সাহা সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা। পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।