শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ০৫:৫০ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার নওয়াজের ভাই শাহবাজ শরীফের ওপর টুপি নিক্ষেপ (ভিডিও)

ওমর শাহ: সাম্প্রতিক সময়ে পাকিস্তানের রাজনীতিবিদদের ওপর জুতা ও কালি নিক্ষেপের হিড়িক পড়েছিল। দেশটির প্রধান দুই রাজনৈতিক দল মুসলিম লীগ ও তেহরিকে ইনসাফের কয়েকজন শীর্ষ নেতাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এবার জুতার বদলে টুপি নিক্ষেপ করা হলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই ও পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের দিকে। মরদানে মুসলীম লীগের একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

পাকিস্তানের জিও নিউজ জানায়, জনসভায় যখন তার কর্মীরা তাকে উদ্দেশ্য করে হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছিলেন এসময় ওই ব্যক্তি তার ওপর টুপি নিক্ষেপ করে। পরবর্তীতে অভিযুক্ত টুপি নিক্ষেপকারীকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার মেয়েকে অপহরণ করার প্রতিবাদে তিনি এ কাজ করেছেন।

হারুন নামের ওই ব্যক্তি আরও বলেন, গত চার এপ্রিল তার ১৭ বছরের মেয়েকে মাদরাসা থেকে অপহরণ করা হয়। কিন্তু পুলিশের কাছে অভিযোগ করার পরও এখনো উদ্ধার করা হয়নি তার মেয়েকে। এ নিয়ে তিনি শাহবাজ শরীফের কাছে অভিযোগ করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে ব্যর্থ হয়েছেন।

উল্লেখ্য, এর আগেও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, ইমরান খান, আহসান ইকবাল, খাজা আসিফের ওপর জুতা, বোতল ও কালি নিক্ষেপের ঘটনা ঘটে। এবারই প্রথমবারের মতো পাক রাজনীতিতে টুপি নিক্ষেপের ঘটনা ঘটে। সূত্র: জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়