শিরোনাম
◈ ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য রেকর্ড ১৫ কোটি টিকেটের আবেদন   ◈ ব্রা‌জি‌লিয়ান রবের্তো কার্লোস হাসপাতালে, হয়েছে অস্ত্রোপচারও: কেমন আছেন কিংবদন্তি ফুটবলার? ◈ মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়: তারেক রহমান ◈ জাপানে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ রাজধানীতে মিরপুরে আতশবাজির ফুলকি থেকে ভবনে আগুন ◈ শোকের মাঝেও উৎসব: রাজধানীতে আতশবাজি–ফানুসে নববর্ষ বরণ ◈ যখন শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া ◈ শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬ ◈ নববর্ষের অঙ্গীকার হবে—অবাধ, সুষ্ঠু নির্বাচনে জবাবদিহিমূলক সরকার গঠন: তারেক রহমান ◈ খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা, যা লেখা আছে এতে

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ০৫:৪০ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দক্ষ জনশক্তি তৈরিতে সরকারি-বেসকারি সকল প্রতিষ্ঠানকেই উদ্যোগ নিতে হবে’

মাহবুবুল ইসলাম : আমাদের দেশে প্রতিটি ক্ষেত্রেই মানসম্মত ও দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানকে দক্ষতা সম্পন্ন জনশক্তি তৈরি করার উদ্যোগ নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের মজুরির বৈষম্য নিয়ে আলাপকালে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম আমাদের অর্থনীতিকে এসব কথা বলেন।

তিনি বলেন, চিন্তা ও গবেষণা করে আমাদেরকে দেখতে হবে, দেশে প্রতিটি ক্ষেত্রেই কী ধরনের দক্ষতাসম্পন্ন জনশক্তি দরকার। দেশে দক্ষ জনশক্তি পর্যাপ্ত আছে কি না এবং দক্ষ জনশক্তি তৈরিতে কী ধরনের প্রশিক্ষণ প্রয়োজন তা নিয়ে গবেষণা করতে হবে। বিভিন্ন সময়ে প্রকাশিত তথ্যে দেখা যায়, বাংলাদেশে কর্মরত বিদেশিরা বছরে প্রায় ৫ থেকে ৬ বিলিয়ন ডলার বিদেশে পাঠাচ্ছে। অপরদিকে বিদেশে কর্মরত বাংলাদেশিরা ১৫ বিলিয়ন ডলার আমাদের দেশে পাঠাচ্ছে, যার একটি বড় অংশ আবার চলে যাচ্ছে বিদেশে। এর সমাধানে সরকারি ও বেসরকারি খাত মিলে একটি কর্মসূচি রাখা দরকার। যারা বিদেশি কর্মকর্তা বা শ্রমিক নিয়োগ দিচ্ছেন তাদের মতে, ওই কাজের জন্য যে ধরনের প্রশিক্ষিত জনশক্তি দরকার দেশে সেই ধরনের প্রশিক্ষিত লোক নেই। এ কারণে তারা বিদেশ থেকে লোক নিয়োগ দিচ্ছে।

তিনি আরো বলেন, কীভাবে বিদেশিদের বদলি করে সেই স্থানে বাংলাদেশিদের নিয়োগ দেওয়া যায়, সেই ব্যাপারে একটি পরিকল্পনা নেওয়া উচিত। এ ক্ষেত্রে, সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠান উভয়কেই সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে হবে। দক্ষ জনশক্তি তৈরিতে সে ধরনের প্রশিক্ষণ দেওয়ার মতো প্রতিষ্ঠান আমাদের দেশে আছে কি না তা দেখতে হবে। প্রয়োজনে নতুন প্রতিষ্ঠান আমাদের তৈরি করতে হবে। অথবা, সে ধরনের কোনো প্রতিষ্ঠান থাকলে তাদের কারিকুলাম ঠিক আছে কি না তা দেখতে হবে। এই সমস্যা সমাধানের জন্য একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়