শিরোনাম
◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে?

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ০১:৩৪ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বিজেপির আমন্ত্রণে ভারত যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল

 

মাছুম বিল্লাহ : আওয়ামী লীগের ভারত সফরের পর এবার বিএনপির একটি প্রতিনিধি দল ভারত সফরে যাচ্ছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র আমন্ত্রণে আগামী মাসে বিএনপির প্রতিনিধি দলটি দিল্লি সফরে যেতে পারে বলে একাধিক বিশ্বস্ত সূত্রে জানাগেছে।

ভারতের বিজেপি’র একটি উচ্চপর্যায়ের সূত্রে জানাগেছে, দিল্লি সফরের সময় বিএনপি’র প্রতিনিধি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও বিজেপি’র সভাপতি অমিত শাহ ও শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করবেন। বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের আমন্ত্রণে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগামী মাসের শেষের দিকে ভারত সফরে আসতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপি’র এক ভাইস চেয়ারম্যান এ সফরের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিজেপি’র একজন সিনিয়র নেতার সঙ্গে বিএনপির নীতি নির্ধারক স্তরের এক নেতার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। সব কিছু পজিটিভ। আগামী মাসে এ সফর হতে পারে। তবে এই সফরের বিষয়ে বিজেপি বা বিএনপি কোন পক্ষই আনুষ্ঠানিকভাবে জানায়নি।

এদিকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাও বিএনপির ভারত সফরের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর শ্রিংলা বলেছেন, বাংলাদেশের যেকোনো রাজনৈতিক দল ভারত সফর করতে পারে। তাদের অবশ্যই স্বাগত জানানো হবে। আওয়ামী লীগ প্রতিনিধি দলের সদ্য সমাপ্ত দিল্লি সফরের পর বিএনপি ভারত সফরে আগ্রহী। এমন প্রেক্ষাপটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের প্রধান দুই দলের ভারত সফর এবং দেশটির প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন দল বিজেপি’র শীর্ষনেতাদের সঙ্গে বৈঠককে রাজনৈতিক দল টু রাজনৈতিক দলের সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে বলা হচ্ছে। কিন্তু রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লষকরা বলেছেন ভিন্ন কথা। তারা বলছেন, সামনে বাংলাদেশের জাতীয় নির্বাচন। এ কারণে বাংলাদেশের প্রধান দুই দলই চাইছে দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নতি করতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়