শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:৩৯ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনজামামুল হক আবারও ব্যাট হাতে!

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক ২০০৮ সালে সর্বশেষ ব্যাট হাতে নেমেছিলেন। যদিও বিশ্ব একাদশের বিরুদ্ধে পাকিস্তান একাদশের ওই ম্যাচটি আন্তর্জাতিক মর্যাদা পায়নি। আন্তর্জাতিক ম্যাচের কথা চিন্তা করলে পাকিস্তানের জার্সি গায়ে ইনজামাম সর্বশেষ খেলেছেন ২০০৭ সালে। বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক এই ৪৮ বছর বয়সী আবার ব্যাট হাতে নামতে যাচ্ছেন মাঠে। এপ্রিলের ৩০ তারিখ মুসলিম জিমখানা ক্রিকেট ক্লাবের বার্ষিক উৎসবে তাকে দেখা যাবে মাঠ মাতাতে।

মুসলিম জিমখানা ক্লাব পাকিস্তানকে অনেক প্রতিভাবান ক্রিকেটার উপহার দিয়েছে। ইনজামাম ছাড়াও এই তালিকায় আছেন আকিব জাভেদ, আহমেদ শেহজাদ, তৌফিক উমরদের মত খেলোয়াড়রা। ৩০ এপ্রিল লাহোর সিটি ক্রিকেট স্টেডিয়ামে ইনজামাম নেতৃত্ব দেবেন ‘ইনজামাম-উল-হক একাদশের’। অপর দলের নেতৃত্বে থাকবেন তৌফিক উমর।
প্রায় ১০ বছর পর ব্যাট হাতে মাঠে নামবেন ইনজামাম। ২০০৭ সালে সবধরনের ক্রিকেট থেকে অবসর নেন এই ডানহাতি ব্যাটসম্যান। পাকিস্তানের জার্সি গায়ে ৩৭৮ ওয়ানডে খেলে ১০ সেঞ্চুরি ও ৮৩ হাফ সেঞ্চুরিতে তার সংগ্রহ ১১৭৩৯ রান। এই ফরম্যাটে অন্য কোন পাকিস্তানি ব্যাটসম্যান ১০ হাজার রান করতে পারেননি। ১২০ টেস্টে ২৫ সেঞ্চুরি ও ৪৬ হাফ সেঞ্চুরিতে তার সংগ্রহ ৮৮৩০ রান। একটিই আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলেছিলেন ইনজামাম। সেই ম্যাচে অপরাজিত ছিলেন ১১ রানে।
সূত্র : ক্রিকট্র্যাকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়