শিরোনাম
◈ রোহিঙ্গা সংকট: আদালতের রায় নয়, প্রত্যাবাসনই বড় চ্যালেঞ্জ ◈ পার্টি নিষিদ্ধ, ব্যক্তি নয়: লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি মাছউদ ◈ আফ্রিকা কাপ অব নেশন্স ফাইনাল রাতে মুখোমুখি মরক্কো ও সেনেগাল ◈ জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব : তারেক রহমান ◈ প্রার্থী বা এজেন্টদের দেওয়া খাবার খেতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে তিন অভিযোগে ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল ◈ অন্তর্বর্তী সরকা‌রের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার ◈ মা আমাকে জিন মারেনি, পাশের লোকেরাই আমাকে ধর্ষণ করে হত্যা করেছে: রেহেনা বেগমের অভিযোগ ◈ মিনিয়াপোলিসে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামানো বাংলাদেশি বংশোদ্ভূত কে এই আলিয়া রহমান?(ভিডিও) ◈ বাংলাদেশের পর এবার ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:৩৯ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনজামামুল হক আবারও ব্যাট হাতে!

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক ২০০৮ সালে সর্বশেষ ব্যাট হাতে নেমেছিলেন। যদিও বিশ্ব একাদশের বিরুদ্ধে পাকিস্তান একাদশের ওই ম্যাচটি আন্তর্জাতিক মর্যাদা পায়নি। আন্তর্জাতিক ম্যাচের কথা চিন্তা করলে পাকিস্তানের জার্সি গায়ে ইনজামাম সর্বশেষ খেলেছেন ২০০৭ সালে। বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক এই ৪৮ বছর বয়সী আবার ব্যাট হাতে নামতে যাচ্ছেন মাঠে। এপ্রিলের ৩০ তারিখ মুসলিম জিমখানা ক্রিকেট ক্লাবের বার্ষিক উৎসবে তাকে দেখা যাবে মাঠ মাতাতে।

মুসলিম জিমখানা ক্লাব পাকিস্তানকে অনেক প্রতিভাবান ক্রিকেটার উপহার দিয়েছে। ইনজামাম ছাড়াও এই তালিকায় আছেন আকিব জাভেদ, আহমেদ শেহজাদ, তৌফিক উমরদের মত খেলোয়াড়রা। ৩০ এপ্রিল লাহোর সিটি ক্রিকেট স্টেডিয়ামে ইনজামাম নেতৃত্ব দেবেন ‘ইনজামাম-উল-হক একাদশের’। অপর দলের নেতৃত্বে থাকবেন তৌফিক উমর।
প্রায় ১০ বছর পর ব্যাট হাতে মাঠে নামবেন ইনজামাম। ২০০৭ সালে সবধরনের ক্রিকেট থেকে অবসর নেন এই ডানহাতি ব্যাটসম্যান। পাকিস্তানের জার্সি গায়ে ৩৭৮ ওয়ানডে খেলে ১০ সেঞ্চুরি ও ৮৩ হাফ সেঞ্চুরিতে তার সংগ্রহ ১১৭৩৯ রান। এই ফরম্যাটে অন্য কোন পাকিস্তানি ব্যাটসম্যান ১০ হাজার রান করতে পারেননি। ১২০ টেস্টে ২৫ সেঞ্চুরি ও ৪৬ হাফ সেঞ্চুরিতে তার সংগ্রহ ৮৮৩০ রান। একটিই আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলেছিলেন ইনজামাম। সেই ম্যাচে অপরাজিত ছিলেন ১১ রানে।
সূত্র : ক্রিকট্র্যাকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়