শিরোনাম
◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল ◈ ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু, কেজিপ্রতি কত ◈ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ (ভিডিও) ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থীরা এখন গলার কাটা, সুযোগ নিতে পারে অন্যরা

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:৩৯ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনজামামুল হক আবারও ব্যাট হাতে!

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক ২০০৮ সালে সর্বশেষ ব্যাট হাতে নেমেছিলেন। যদিও বিশ্ব একাদশের বিরুদ্ধে পাকিস্তান একাদশের ওই ম্যাচটি আন্তর্জাতিক মর্যাদা পায়নি। আন্তর্জাতিক ম্যাচের কথা চিন্তা করলে পাকিস্তানের জার্সি গায়ে ইনজামাম সর্বশেষ খেলেছেন ২০০৭ সালে। বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক এই ৪৮ বছর বয়সী আবার ব্যাট হাতে নামতে যাচ্ছেন মাঠে। এপ্রিলের ৩০ তারিখ মুসলিম জিমখানা ক্রিকেট ক্লাবের বার্ষিক উৎসবে তাকে দেখা যাবে মাঠ মাতাতে।

মুসলিম জিমখানা ক্লাব পাকিস্তানকে অনেক প্রতিভাবান ক্রিকেটার উপহার দিয়েছে। ইনজামাম ছাড়াও এই তালিকায় আছেন আকিব জাভেদ, আহমেদ শেহজাদ, তৌফিক উমরদের মত খেলোয়াড়রা। ৩০ এপ্রিল লাহোর সিটি ক্রিকেট স্টেডিয়ামে ইনজামাম নেতৃত্ব দেবেন ‘ইনজামাম-উল-হক একাদশের’। অপর দলের নেতৃত্বে থাকবেন তৌফিক উমর।
প্রায় ১০ বছর পর ব্যাট হাতে মাঠে নামবেন ইনজামাম। ২০০৭ সালে সবধরনের ক্রিকেট থেকে অবসর নেন এই ডানহাতি ব্যাটসম্যান। পাকিস্তানের জার্সি গায়ে ৩৭৮ ওয়ানডে খেলে ১০ সেঞ্চুরি ও ৮৩ হাফ সেঞ্চুরিতে তার সংগ্রহ ১১৭৩৯ রান। এই ফরম্যাটে অন্য কোন পাকিস্তানি ব্যাটসম্যান ১০ হাজার রান করতে পারেননি। ১২০ টেস্টে ২৫ সেঞ্চুরি ও ৪৬ হাফ সেঞ্চুরিতে তার সংগ্রহ ৮৮৩০ রান। একটিই আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলেছিলেন ইনজামাম। সেই ম্যাচে অপরাজিত ছিলেন ১১ রানে।
সূত্র : ক্রিকট্র্যাকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়