শিরোনাম
◈ ওভারটেক করার সময় শ্যামলী ও এনার সংঘর্ষ, নিহত ২ ◈ এলডিসি উত্তরণ পর্যালোচনা: জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ◈ বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের ক্ষেত্রে নিরাপত্তা সতর্কতার প্রয়োজনীয়তা অনুভব করছে না ইইউ ◈ সৌদি আরবে মাটির নিচে ২৪৪ টন সোনার খনির সন্ধান! ◈ ব্যালটের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আসছে ◈ শিক্ষার্থীদের প্রতি বছর নতুন করে ভর্তি ফি নেওয়ার প্রথা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিবাদ শুরু ◈ ঢাকায় পরিত্যক্ত মার্কেট থেকে ভেসে আসছিল দুর্গন্ধ, অতঃপর... ◈ উত্তরায় এলিট ফোর্স সদস্যের শটগান ছিনতাই ◈ অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ঢাকার ৪ থানায় অভিযানে গ্রেপ্তার ৪৯ ◈ পুরস্কারের অর্থের কী হবে? ব্যাখ্যা দি‌লো নরওয়ের কমিটি

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:৩৯ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনজামামুল হক আবারও ব্যাট হাতে!

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক ২০০৮ সালে সর্বশেষ ব্যাট হাতে নেমেছিলেন। যদিও বিশ্ব একাদশের বিরুদ্ধে পাকিস্তান একাদশের ওই ম্যাচটি আন্তর্জাতিক মর্যাদা পায়নি। আন্তর্জাতিক ম্যাচের কথা চিন্তা করলে পাকিস্তানের জার্সি গায়ে ইনজামাম সর্বশেষ খেলেছেন ২০০৭ সালে। বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক এই ৪৮ বছর বয়সী আবার ব্যাট হাতে নামতে যাচ্ছেন মাঠে। এপ্রিলের ৩০ তারিখ মুসলিম জিমখানা ক্রিকেট ক্লাবের বার্ষিক উৎসবে তাকে দেখা যাবে মাঠ মাতাতে।

মুসলিম জিমখানা ক্লাব পাকিস্তানকে অনেক প্রতিভাবান ক্রিকেটার উপহার দিয়েছে। ইনজামাম ছাড়াও এই তালিকায় আছেন আকিব জাভেদ, আহমেদ শেহজাদ, তৌফিক উমরদের মত খেলোয়াড়রা। ৩০ এপ্রিল লাহোর সিটি ক্রিকেট স্টেডিয়ামে ইনজামাম নেতৃত্ব দেবেন ‘ইনজামাম-উল-হক একাদশের’। অপর দলের নেতৃত্বে থাকবেন তৌফিক উমর।
প্রায় ১০ বছর পর ব্যাট হাতে মাঠে নামবেন ইনজামাম। ২০০৭ সালে সবধরনের ক্রিকেট থেকে অবসর নেন এই ডানহাতি ব্যাটসম্যান। পাকিস্তানের জার্সি গায়ে ৩৭৮ ওয়ানডে খেলে ১০ সেঞ্চুরি ও ৮৩ হাফ সেঞ্চুরিতে তার সংগ্রহ ১১৭৩৯ রান। এই ফরম্যাটে অন্য কোন পাকিস্তানি ব্যাটসম্যান ১০ হাজার রান করতে পারেননি। ১২০ টেস্টে ২৫ সেঞ্চুরি ও ৪৬ হাফ সেঞ্চুরিতে তার সংগ্রহ ৮৮৩০ রান। একটিই আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলেছিলেন ইনজামাম। সেই ম্যাচে অপরাজিত ছিলেন ১১ রানে।
সূত্র : ক্রিকট্র্যাকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়