শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০৬:৩২ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে ৪টি মোবাইলসহ ১ জন আটক

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মংলায় একটি পরিবারের সবাইকে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে নগদ টাকা ও স্বর্নালংকার লুটপাট করেছে দুর্বৃত্তরা।

বুধবার উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকায় এ ঘটনা ঘটে ।

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সকালে বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় ৪টি মোবাইলসহ তপু বিশ্বাস (৩০) নামে এক দূর্বৃত্তকে আটক করেছে পুলিশ।

আটককৃত ওই ব্যক্তি বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এক ইজিবাইক চালক হত্যা মামলার প্রধান আসামি বলেও পুলিশ জানায়। এ দিকে চেতনানাশক ওষুধের বিষ ক্রিয়ায় আক্রান্ত পরিবারের মা ও মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের শারিরীক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

মংলা থানার উপ-পুলিশ পরিদর্শক (থানার সেকেন্ড অফিসার) আকরাম হোসেন জানান, আটক যুবক পূর্ব পরিচয়ের সূত্র ধরে রাতে ওই বাড়িতে বেড়াতে যায় এবং খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে। এতে পরিবারের ৩ সদস্য অচেতন হয়ে পড়ে। এদের মধ্যে চাঁদপাই ইউনিয়নের ৭,৪,৯ নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার দেবলা গোলদার (৫০) ও তার মেয়ে ডলিকে (২৫) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্তরা সুস্থ্য হলে তাদের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হবে বলেও জানায় পুলিশের এ কর্মকর্তা । তবে ৪টি মোবাইল ছাড়া লুন্ঠিত অন্য মালামাল এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়