শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০৬:৩২ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে ৪টি মোবাইলসহ ১ জন আটক

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মংলায় একটি পরিবারের সবাইকে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে নগদ টাকা ও স্বর্নালংকার লুটপাট করেছে দুর্বৃত্তরা।

বুধবার উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকায় এ ঘটনা ঘটে ।

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সকালে বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় ৪টি মোবাইলসহ তপু বিশ্বাস (৩০) নামে এক দূর্বৃত্তকে আটক করেছে পুলিশ।

আটককৃত ওই ব্যক্তি বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এক ইজিবাইক চালক হত্যা মামলার প্রধান আসামি বলেও পুলিশ জানায়। এ দিকে চেতনানাশক ওষুধের বিষ ক্রিয়ায় আক্রান্ত পরিবারের মা ও মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের শারিরীক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

মংলা থানার উপ-পুলিশ পরিদর্শক (থানার সেকেন্ড অফিসার) আকরাম হোসেন জানান, আটক যুবক পূর্ব পরিচয়ের সূত্র ধরে রাতে ওই বাড়িতে বেড়াতে যায় এবং খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে। এতে পরিবারের ৩ সদস্য অচেতন হয়ে পড়ে। এদের মধ্যে চাঁদপাই ইউনিয়নের ৭,৪,৯ নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার দেবলা গোলদার (৫০) ও তার মেয়ে ডলিকে (২৫) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্তরা সুস্থ্য হলে তাদের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হবে বলেও জানায় পুলিশের এ কর্মকর্তা । তবে ৪টি মোবাইল ছাড়া লুন্ঠিত অন্য মালামাল এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়