শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে শুরু হচ্ছে উচ্চচাপ বাষ্প নির্গমন পরীক্ষা—বিকট শব্দ হলেও জনসাধারণের জন্য ঝুঁকি নেই ◈ রোবট-ড্রোনে মেট্রোরেল নিরাপত্তা: চীনের আধুনিক রক্ষণাবেক্ষণ প্রযুক্তি থেকে শিখতে পারে বাংলাদেশ (ভিডিও) ◈ এবার আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ করবে পাকিস্তান, তেল অনুসন্ধান জোরদার ◈ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা ‘মানুষের ঈদের দিন’: আপিল বিভাগের রায়ে জয়নুল আবেদীনের প্রতিক্রিয়া ◈ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে যা বললেন আমীর খসরু ◈ পা‌কিস্তান ক্রিকেট বোর্ড থে‌কে স‌রে দাঁড়া‌লে আজহার আলি ◈ ‘শিবির’ মন্তব্য ভাইরাল: ধানমন্ডি ৩২-এর ঘটনার ব্যাখ্যায় সমালোচনার মুখে এডিসি মাসুদ আলম ◈ ‘অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে ক্ষতি সবার’, ককটেল হামলার পর কঠোর বার্তা ডিএমপি কমিশনারের ◈ কুমিল্লায় টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের সমাবেশ ডাকায় উত্তেজনা, প্রশাসনের নির্দেশ—না সরালে ১৪৪ ধারা ◈ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্বে সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০৬:৩২ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে ৪টি মোবাইলসহ ১ জন আটক

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মংলায় একটি পরিবারের সবাইকে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে নগদ টাকা ও স্বর্নালংকার লুটপাট করেছে দুর্বৃত্তরা।

বুধবার উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকায় এ ঘটনা ঘটে ।

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সকালে বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় ৪টি মোবাইলসহ তপু বিশ্বাস (৩০) নামে এক দূর্বৃত্তকে আটক করেছে পুলিশ।

আটককৃত ওই ব্যক্তি বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এক ইজিবাইক চালক হত্যা মামলার প্রধান আসামি বলেও পুলিশ জানায়। এ দিকে চেতনানাশক ওষুধের বিষ ক্রিয়ায় আক্রান্ত পরিবারের মা ও মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের শারিরীক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

মংলা থানার উপ-পুলিশ পরিদর্শক (থানার সেকেন্ড অফিসার) আকরাম হোসেন জানান, আটক যুবক পূর্ব পরিচয়ের সূত্র ধরে রাতে ওই বাড়িতে বেড়াতে যায় এবং খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে। এতে পরিবারের ৩ সদস্য অচেতন হয়ে পড়ে। এদের মধ্যে চাঁদপাই ইউনিয়নের ৭,৪,৯ নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার দেবলা গোলদার (৫০) ও তার মেয়ে ডলিকে (২৫) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্তরা সুস্থ্য হলে তাদের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হবে বলেও জানায় পুলিশের এ কর্মকর্তা । তবে ৪টি মোবাইল ছাড়া লুন্ঠিত অন্য মালামাল এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়