শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০৫:১৮ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অচিরেই সৃজনশীল দেশ হিসেবে বিশ্বের বুকে সগৌরবে মাথা তুলে দাঁড়াবে’

আবু সাঈদ ফাহিম : ‘ক্ষমতায়নে পরিবর্তন উদ্ভাবন ও সৃজনশীলতায় নারী’- প্রতিপাদ্যে এবার বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিশ্ব মেধা সম্পদ দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাণী দিয়েছেন। তিনি বলেন, উদ্ভাবনী শক্তি ও সবার সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই বাংলাদেশ আরো সৃজনশীল দেশ হিসেবে বিশ্বের বুকে সগৌরবে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে। আদিম সভ্যতা থেকে বর্তমান সভ্যতায় আসতে মানুষের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন ও আবিষ্কার সভ্যতার বিকাশ এবং মানুষের এগিয়ে যাওয়ার পথকে প্রসারিত করেছে। তার সুফল ভোগ করছে সারা বিশ্বের মানুষ।

তিনি বলেন, এই উদ্ভাবনী সৃজনশীলতায় যেমন পুরুষের ভূমিকা আছে, তেমনি আছে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা। উভয়ের সম্মিলিত প্রয়াসে বিশ্ব আজ নতুন দিগন্তের সন্ধানে ক্রমাগত এগিয়ে চলেছে। দেশের নারীসমাজ নিত্যনতুন উদ্ভাবন এবং সৃজনশীলতার প্রতিটি ক্ষেত্রে তাদের দক্ষতা ও মেধার স্বাক্ষর রেখে একটি উন্নত বাংলাদেশ গঠনে অবদান রাখবে। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্র প্রযুক্তির ওপর নির্ভরশীল। জীবনকে আরো সহজ ও সুন্দর করতে তাই প্রতিনিয়ত পরিচালিত হচ্ছে গবেষণা কার্যক্রম। উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ার পর বাংলাদেশে এখন এর প্রাসঙ্গিকতা আরো বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত সৃজনশীল। নতুন নতুন আবিষ্কারে ও উদ্ভাবনে তারা কোনো অংশেই পিছিয়ে নেই। এ ক্ষেত্রে এ দেশের নারীদের সাফল্যও উজ্জ্বল এবং মহিমান্বিত।

অন্যদিকে সৃজনশীলতা ও মেধার বিকাশে নারীর ভূমিকা অগ্রগণ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল আর্থ-সামাজিক উন্নয়নে নারীর ভূমিকাও সমান।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে সেমিনার ছাড়াও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর উপস্থিত থাকার কথা রয়েছে। সূত্র: ডিবিসি নিউজ, কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়