শিমুল মাহমুদ: কারাবন্দি দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা আগেই মানববন্ধন শুরু করেছে বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১টা থেকে মানববন্ধন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু উপস্থিত হাজারো নেতাকর্মীরা সকাল ১০টার পরেই ব্যানার নিয়ে সড়কে দাঁড়িয়ে যান। মানববন্ধনটি চলবে দুপুর ১২টা পর্যন্ত।
মানববন্ধনে অংশ নিয়েছেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা।
এর আগে মানববন্ধনে অংশ নিতে সকাল ১০টা থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। খন্ড খন্ড ভাবে জড়ো হয়ে কার্যালয়ের সামনের সড়কে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। বিএনপির মানববন্ধন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।