আমরা জানি, দীর্ঘদিন ধরে সবাই বলে থাকে যে, ভারতের সাথে আওয়ামী লীগের ভালো সম্পর্ক রয়েছে। আমরা এটি ভুলে যাই যে, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ভারতের কংগ্রেসসহ সব দলই বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল। সেই সুবাদে ’৭১ সাল থেকেই ভারতের সকল দলের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বিরাজমান ছিল। বর্তমানে ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আছে। এর জন্য অনেকেই মনে করে, বিজেপির সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো নয়। বিজেপি সরকার বর্তমান বাংলাদেশের ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারকে আমন্ত্রণ জানিয়ে প্রমাণ করেছে যে, বিজেপির সাথে আওয়ামী লীগের সম্পর্ক খুবই চমৎকার এবং এজন্য আওয়ামী লীগের প্রতিনিধি দল ভারত সফরে গিয়েছে।
বিজেপির উল্লেখযোগ্য নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছে। এই দ্বি-পাক্ষিক বৈঠকের মাধ্যমে বিজেপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আরো গভীর হবে। আমি আশা করবো, সেই সুবাদে আওয়ামী লীগ বিজেপির কাছ থেকে ভালো কিছু আদায় করবে বাংলাদেশের জনগণের জন্য। আমরা জানি, ভারতের সাথে প্রধানত ২টা বিষয় ছাড়া আর কিছু নেই। আমরা আশা করবো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই ভারত বাংলাদেশ সমস্যার সমাধান হবে।
পরিচিতি : অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জা.বি./ মতামত গ্রহণ : তাওসিফ মাইমুন/ সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ