শিরোনাম
◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০৩:৪০ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উন্নয়ন বান্ধব জনপ্রতিনিধি চায় গাজীপুরের ‘হতাশ’ নগরবাসী

ডেস্ক রিপোর্ট: নামে সিটি করপোরেশন হলেও লেজে গোবরে অবস্থা পুরো গাজীপুরের। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রায়ই তলিয়ে থাকে নগরীর সব রাস্তাঘাট। তাই এবারের সিটি নির্বাচনের ভোটারদের চাওয়া, জনপ্রতিনিধি যেন উন্নয়ন বান্ধব হয়। উন্নয়ন না হওয়ার জন্য আওয়ামী লীগ ও বিএনপি একে অপরকে দায়ী করে বলছে, এবার মেয়র নির্বাচিত হলে গাজীপুরকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলবেন তারা।

হালকা বৃষ্টিতেই দেশের সবচেয়ে বড় নগরী গাজীপুরের বেশীর ভাগ অলিগলির দৃশ্য হয় এমন। একেতো ভাঙাচোরা রাস্তা, তারপরে আবার হাঁটু সমান পানি, তাই অদৃশ্য গর্তে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনার ঘটনা।

নগরবাসী বলছেন, ৫ বছর আগে কাগজে কলমে সিটি করপোরেশন হলেও নগরীতে উন্নয়নের আঁচড় পড়েনি এক চুলও।

সরকারের অসহযোগিতার কারণে গেলো ৫ বছর উন্নয়ন করা সম্ভব হয়নি দাবি করে বিএনপির মেয়র প্রার্থী বলছেন, নির্বাচনে জয়ী হলে নগরীর রাস্তাঘাটের উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে বিশেষ প্রকল্প হাতে নেয়া হবে। তবে বর্তমান মেয়র উন্নয়নের চেয়ে দলবাজিতেই বেশী মনোযোগী থাকায় নগরীর এই দুরবস্থা দাবি করে আওয়ামী লীগ মেয়র প্রার্থী বলছেন, নির্বাচিত হলে বিদেশী সহায়তা নিয়ে গাজীপুরকে মডেল নগরীতে রূপান্তর করা হবে।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, 'গত পাঁচ বছরে বিরোধী দলের যিনি মেয়র ছিলেন, তিনি নগর নিয়ে কোনো পরিকল্পনা করেন নি। আমি চায়না এবং জাপানের মাস্টার প্লানে নিজেই একটি পরিকল্পনা তৈরি করেছি।'

বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, 'আমাদের মেয়র পাঁচ বছরে ২২ মাস কারাগারে ছিলো, যে কারণে তিনি কাজ করতে পারেন নি।'

এছাড়া নগরীর টেকসই উন্নয়নে ৫৭টি ওয়ার্ডের কাউন্সিলরদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মনে করেন নগরবাসী। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়