শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০৩:৪০ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উন্নয়ন বান্ধব জনপ্রতিনিধি চায় গাজীপুরের ‘হতাশ’ নগরবাসী

ডেস্ক রিপোর্ট: নামে সিটি করপোরেশন হলেও লেজে গোবরে অবস্থা পুরো গাজীপুরের। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রায়ই তলিয়ে থাকে নগরীর সব রাস্তাঘাট। তাই এবারের সিটি নির্বাচনের ভোটারদের চাওয়া, জনপ্রতিনিধি যেন উন্নয়ন বান্ধব হয়। উন্নয়ন না হওয়ার জন্য আওয়ামী লীগ ও বিএনপি একে অপরকে দায়ী করে বলছে, এবার মেয়র নির্বাচিত হলে গাজীপুরকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলবেন তারা।

হালকা বৃষ্টিতেই দেশের সবচেয়ে বড় নগরী গাজীপুরের বেশীর ভাগ অলিগলির দৃশ্য হয় এমন। একেতো ভাঙাচোরা রাস্তা, তারপরে আবার হাঁটু সমান পানি, তাই অদৃশ্য গর্তে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনার ঘটনা।

নগরবাসী বলছেন, ৫ বছর আগে কাগজে কলমে সিটি করপোরেশন হলেও নগরীতে উন্নয়নের আঁচড় পড়েনি এক চুলও।

সরকারের অসহযোগিতার কারণে গেলো ৫ বছর উন্নয়ন করা সম্ভব হয়নি দাবি করে বিএনপির মেয়র প্রার্থী বলছেন, নির্বাচনে জয়ী হলে নগরীর রাস্তাঘাটের উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে বিশেষ প্রকল্প হাতে নেয়া হবে। তবে বর্তমান মেয়র উন্নয়নের চেয়ে দলবাজিতেই বেশী মনোযোগী থাকায় নগরীর এই দুরবস্থা দাবি করে আওয়ামী লীগ মেয়র প্রার্থী বলছেন, নির্বাচিত হলে বিদেশী সহায়তা নিয়ে গাজীপুরকে মডেল নগরীতে রূপান্তর করা হবে।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, 'গত পাঁচ বছরে বিরোধী দলের যিনি মেয়র ছিলেন, তিনি নগর নিয়ে কোনো পরিকল্পনা করেন নি। আমি চায়না এবং জাপানের মাস্টার প্লানে নিজেই একটি পরিকল্পনা তৈরি করেছি।'

বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, 'আমাদের মেয়র পাঁচ বছরে ২২ মাস কারাগারে ছিলো, যে কারণে তিনি কাজ করতে পারেন নি।'

এছাড়া নগরীর টেকসই উন্নয়নে ৫৭টি ওয়ার্ডের কাউন্সিলরদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মনে করেন নগরবাসী। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়