শিরোনাম
◈ ইমামকে অনন্য সম্মান দেখালেন তারেক রহমান  ◈ ১৯ দিনে রেমিট্যান্স এল ২৫ হাজার ৯০০ কোটি টাকা ◈ সংবিধান সংস্কারের বিপক্ষে জাপার ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিলেন জি এম কাদের ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০১:৫৩ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জে বন্যার আশঙ্কা, ধান কাটার নির্দেশ পানি উন্নয়ন বোর্ডের

সাজিয়া আক্তার: গেল কয়েক বছরের বন্যার ক্ষত ভুলে ধানের বাম্পার ফলনের বুক বেধেছিলেন সুনামগঞ্জের কৃষকরা। তবে কয়েক দিনের বৃষ্টিতে সুরমার পানি বাড়ায় বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। তাই ফসল রক্ষায় যত দ্রুত সম্ভব ধান কাটার পরামর্শ দিলেও আধা পাকা ধান নিয়ে বিপাকে পরেছেন কৃষকরা।

ধেয়ে আসা বানের জলে হাওরের মানুষের জীবীকা নিঃশেষ হয়ে যাওয়ার এই ছবি গেল বছরের। কয়েক বছর ধরে এই র্দুগতি সুনামগঞ্জের এলাকাবাসীদের। এবার কপাল ফিরেছে তাদের, ফসল হারানোর ক্ষত ভুলে নতুন ধানের আলোয় ভাসছে সুনামগঞ্জের হাওর। ধানের দেখা মিললেও বিপত্তির আভাস দিচ্ছে প্রকৃতির আচরণ। সুনামগঞ্জ ও ভারতের মেঘালয়ে কয়েক দিনের বৃষ্টিতে বাড়ছে সুরমা নদীর পানি। এভাবে পানি বাড়তে থাকলে হাওরের বাঁধ উপছে পানি ঢোকার আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডে।

সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, উপজেলা থেকে মাইকিংয়ের মাধ্যমে আমরা জানিয়ে দেয়ার চেষ্টা করছি পানি কী হারে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এই তথ্যগুলো কাজে লাগিয়ে তারা যদি ধানগুলো দ্রুত কেটে নেয় তাহলে সার্বিক পরিস্থিতিতে আমরা যে পরিমান ফসল সংগ্রহ করার যে সক্ষমতা সেটা অর্জন করা সম্ভব হবে।

সবখানে না হলেও দু-একটি হাওয়রে বাধ্য হয়ে আধাপাকা ধান কাটতে শুরু করেছেন অনেকে। তবে বিপত্তি বেড়েছে ধান কাটার লোকবল সংগ্রহ নিয়ে।

একজন কৃষক বলেন, ধান যদিও কিছু ভালো হয়েছিল এখন যদি ধান কাটার লোক না পাই পাঁকা ধানও তো পানির নিচে পরে নষ্ট হয়ে যাবে। এখন যদি ধান কাটতে না পারি তাহলে ছেলে- মেয়ে নিয়ে কী করে চলবো?
সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগ উপ-পরিচালক মো. এমরান হোসেন বলেন, এই অবস্থা থেকে আমরা উত্তোলন পেতে পারি এজন্য সকল জনপ্রতিনিধি সহ সমাজের বিভিন্ন পেশার মানুষের সম্পৃক্ত করা হয়েছে। যাতে অন্যান্য যে পেশায় শ্রমিক কর্মরত আছে তাদেরকে ধান কাটার কাজে সম্পৃক্ত করে নির্ধারিত সময় যাতে ফসলটা কেটে ফেলতে পারি।

এবার জেলায় দুই লাখ ১৩ হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। যার মধ্যে এখন পর্যন্ত ধান কাটা হয়েছে মাত্র ৬০ হাজার হেক্টর।

চ্যানেল ২৪ থেকে মনিটরিং

  • সর্বশেষ
  • জনপ্রিয়