শিরোনাম
◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০৩:৪৮ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশু ধর্ষণকারীর শাস্তি মৃত্যুদ- দেবার আইন কোন গবেষণার ভিত্তিতে হয়েছে জানতে চেয়েছে দিল্লী হাইকোর্ট

নূর মাজিদ: ভারতে একের পর এক নাবালিকা ধর্ষণের ঘটনায় বিজেপির একাধিক নেতা,কর্মী ও সাংসদের জড়িত থাকার ঘটনায় এখন বিরোধিদের সমালোচনা ও রাজনৈতিক আন্দোলনে নাজেহাল বিজেপি সরকার। এমনকি কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে এসে তীব্র বিক্ষোভের সম্মুখীন হয়েছেন নরেন্দ্র মোদী। দেশের ভেতরে বাহিরে মানবাধিকার গোষ্ঠীগুলোর চাপের মুখে অবশেষে ধর্ষণবিরোধী আইন আরো কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার।

এরই প্রেক্ষিতে ভারতীয় পেনাল কোডের ধারায় পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নতুন এই সংশোধনীর আওতায় এখন ১২ বছরের নিচে শিশুদের ধর্ষণকারীদের শাস্তি হিসেবে সরাসরি মৃত্যুদ- দেবার বিধান কার্যকর করা সম্ভব হবে।

তবে নতুন এই আইন নিয়ে সংশয় প্রকাশ করেছেন দিল্লী হাইকোর্ট। সোমবার দিল্লী হাইকোর্টের জারি করা এক রুলে, কেন্দ্রীয় সরকারের কাছে এ ব্যাপারে কৈফিয়ত তলব করা হয়েছে। হাইকোর্ট জানতে চেয়েছেন ১২ বছরের কমবয়সী শিশু ধর্ষণকারীর বিচার মৃত্যুদ- দেবার সিদ্ধান্ত নেবার পূর্বে কেন্দ্রীয় সরকার কোন গবেষণা করেছেন কিনা!

দিল্লী হাইকোর্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি গীতা মিত্তাল এবং সি হরিশংকরের স্বমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন। আদালত সংশয় প্রকাশ করেন যে, হত্যা এবং ধর্ষণ উভয় অপরাধের শাস্তি মৃত্যুদ- দেয়ার ফলে এখন কোন ধর্ষিতাকে ধর্ষণকারীরা বাঁচিয়ে রাখবে কিনা!

উল্লেখ্য ভারতজুড়ে যখন নারী এবং নাবালিকাদের প্রতি সহিংসতার ঘটনায় যখন নাগরিক সমাজের বৃহৎ অংশ প্রতিবাদে অংশ নিচ্ছে ঠিক সেসময় দিল্লী হাইকোর্ট এই রুল জারি করলেন। দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়