শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ০৯:৫৭ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁর মান্দায় ইটভাটার গ্যাসে ২’শ বিঘার ফসল নষ্ট

হ্যাপী আক্তার : নওগাঁর মান্দার উপজেলায় ইটভাটার গ্যাসে আশপাশের প্রায় ২’শ বিঘা ফসলি জমি নষ্ট হয়ে গেছে। বন্যার পর এমন ক্ষতিতে দিশেহারা কৃষক। শুধু ধান নয় বিষাক্ত গ্যাসে আশপাশের আম ও অন্যান্য ফসলেও অতিমাত্রায় ক্ষতি হয়েছে। দ্রুত মাঠ পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরির কথা বলছে কৃষি বিভাগ। প্রয়োজনের কৃষকদের ক্ষতিপূরনের আশ্বাস দিয়েছে ইটভাটার মালিক।

আর মাত্র কিছু দিন পড়েই সোনালী যে ধান ঘরে তোলার স্বপ্ন দেখছিলেন কৃষক। ইটভাটার বিষাক্ত গ্যাসের কারনে তা আর হচ্ছে না।

সম্প্রতি মান্দা উপজেলার মল্লিকপুর ও শ্রিরামপুর মাঠ সংলগ্ন পিএম ব্রিক্স নামে একটি ইটভাটা থেকে বিষাক্ত গ্যাস ছাড়া হয়। যার কারনে নষ্ট হয়ে যায় সে এলাকার অধিকাংশ বোরো ধান।

কৃষকরা বলছে, ইটভাটার বিষাক্ত গ্যাসের জন্য এলাকার যে ক্ষতি হচ্ছে তা অনেক দুঃখজনক। ফসলি জমি থেকে শুরু করে অন্যান্য যে গাছগাছালি আছে সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। তাই এই এলাকায় ইটভাটাটি সরিয়ে নিতে দাবি এলাকাবাসীর।

কৃষি বিভাগও বলছে ইটভাটার এতো বিষাক্ত গ্যাসের কারনে ফসলের এমন ক্ষতি হয়েছে। তার সাথে ক্ষতি হয়েছে অন্যান্য ফলের গাছও।

নওগাঁ, মান্দার উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহিদুল্লাহ বলেছেন, ইটভাটার বিষাক্ত গ্যাসে কারনে বোরো আবাদি জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। যার কারনে ফসলের ক্ষতি হতে পারে। ক্ষতিগ্রস্থ কৃষকদের একটি তালিকা করে তাদের ক্ষতিপূর্ণের জন্য কাজ করা হবে।

নওগাঁ, মান্দার পিএম ব্রিকস ইটভাটার মালিক গুলবর রহমান বলেছেন, আমার নিজের অজান্তেই এমনটি হয়েছে। প্রয়োজনে ফসলি জমি নষ্ট হয়েছে এমন কৃষকদরে ক্ষতিপূরর্ণ দেওয়া হবে।

বিষয়টি ক্ষতিয়ে দেখতে এরই মধ্যে পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন।

সূত্র: চ্যানেল টোয়েন্টিফোর

  • সর্বশেষ
  • জনপ্রিয়