শিরোনাম
◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ০৭:১৮ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুরুত্ব ও প্রয়োজন অনুযায়ী দেখা করতে চান খালেদা জিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সবার সঙ্গে দেখা করতে চান না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । তিনি গুরুত্ব ও প্রয়োজন অনুযায়ী দেখা করতে চান।

রোববার (২২ এপ্রিল) কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না পেরে সকাল ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান বিএনপির দুই নেতা। তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা যারা দেখা করবেন তাদের তালিকা খালেদা জিয়ার কাছে পাঠাতে বলেছেন। তিনি গুরুত্ব ও প্রয়োজন অনুযায়ী দেখা করবেন তাদের সাথে।

তিনি বিএনপির নেতাদের উল্লেখ করে বলেন, তারা দাবি করেছেন বেগম জিয়ার পায়ে যেহেতু লোহার পাত বসানো আছে। তাই সে বিষয়টা বিবেচনা করে চিকিৎসা দেয়ার জন্য। বিশেষ করে ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসা দেয়া জন্য।  বিশেষ এম আর আই পরীক্ষা জন্য তাকে ইউনাইডে হাসপাতালে নেয়ার কথা বলেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের যৌথ পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা দেয়া হচ্ছে। জেলকোড অনুযায়ী খালেদা জিয়া সব সুবিধা ভোগ করছেন। তবে তার চিকিৎসায় বাড়তি কিছু করতে হলে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হবে।

বিএনপি ২৫ এপ্রিল ও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে একটি মানবন্ধন কর্মসূচি ও পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষ্যে সোহরাওয়ার্দীতে একটি সমাবেশ করার অনুমতি চেয়েছে। আমি তাদেরকে অনুমতি নেয়ার জন্য ডিএমপি কমিশনারের কাছে আবেদন দেয়ার পরামর্শ দিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়