শিরোনাম
◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ জাপা-এনডিএফ প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ নয়: ইসির কাছে হাইকোর্টের ব্যাখ্যা তলব ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ১২:৪৩ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনায় বিদ্যালয়ের দেয়াল ধ্বসে এক শিক্ষার্থী নিহত, আহত ৩

পাবনা শহরের শিবরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর ধ্বসে এক শিক্ষার্থী নিহত ও অপর তিন শিক্ষার্থী আহত হয়েছে। নিহত আফরিন নাহার (১২) শিবরামপুর এলাকার আইয়ুব আলীর মেয়ে। সে শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী ছিল।

আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারী সিদ্দিকী জানান, সংস্কার কাজের জন্য স্কুলের দেয়াল ঘেঁষে বালুসহ নির্মাণ সামগ্রী রেখেছিলেন ঠিকাদার। শনিবার সকালে স্কুলের দেয়ালের পাশ দিয়ে কয়েকজন শিক্ষার্থী যাচ্ছিল। এ সময় হঠাৎ দেয়াল ধ্বসে শিক্ষার্থীদের ওপর পড়ে। এতে গুরুতর আহত হয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আফরিন নাহার, আফসানা খাতুন, শিশু শ্রেণীর ছাত্র আল আমিন ও ইসমাইল হোসেন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভতি করা হয়। এদের মধ্যে অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আফরিন নাহার ও শিশু শ্রেণীর ছাত্র ইসমাইল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায় আফরিন নাহার।

খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাফিউল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।

এদিকে, ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন মারা যাওয়ার খবরের সত্যতা স্বীকার করে বলেন, অনেক চেষ্ঠা করেও মেয়েটিকে বাঁচাতে পারলাম না। তবে এ ঘটনায় দায়ী ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়