শিরোনাম
◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা ◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ১২:৪৩ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনায় বিদ্যালয়ের দেয়াল ধ্বসে এক শিক্ষার্থী নিহত, আহত ৩

পাবনা শহরের শিবরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর ধ্বসে এক শিক্ষার্থী নিহত ও অপর তিন শিক্ষার্থী আহত হয়েছে। নিহত আফরিন নাহার (১২) শিবরামপুর এলাকার আইয়ুব আলীর মেয়ে। সে শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী ছিল।

আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারী সিদ্দিকী জানান, সংস্কার কাজের জন্য স্কুলের দেয়াল ঘেঁষে বালুসহ নির্মাণ সামগ্রী রেখেছিলেন ঠিকাদার। শনিবার সকালে স্কুলের দেয়ালের পাশ দিয়ে কয়েকজন শিক্ষার্থী যাচ্ছিল। এ সময় হঠাৎ দেয়াল ধ্বসে শিক্ষার্থীদের ওপর পড়ে। এতে গুরুতর আহত হয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আফরিন নাহার, আফসানা খাতুন, শিশু শ্রেণীর ছাত্র আল আমিন ও ইসমাইল হোসেন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভতি করা হয়। এদের মধ্যে অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আফরিন নাহার ও শিশু শ্রেণীর ছাত্র ইসমাইল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায় আফরিন নাহার।

খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাফিউল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।

এদিকে, ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন মারা যাওয়ার খবরের সত্যতা স্বীকার করে বলেন, অনেক চেষ্ঠা করেও মেয়েটিকে বাঁচাতে পারলাম না। তবে এ ঘটনায় দায়ী ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়