টেকনাফ সাবরাং ইউপিস্থ ফতেহআলী পাড়া থেকে মালিক বিহীন ১৮ হাজার ১১৮ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। এ সময় কোন ইয়াবা পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
২০এপ্রিল শুক্রবার সকালে সাবরাং খুরেরমুখ অস্থায়ী চেকপোষ্টের দায়িত্বপূর্ণ এলাকায় ২বর্ডার গার্ড বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং খুরেরমুখ অস্থায়ী চেকপোষ্টের হাবিলদার মো. বিল্লাল হোসেনে,র নেতৃত্বে বিশেষ টহল দল ফতেহআলীপাড়া এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় হতে পারে।
গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিজিবি অবস্থান নেয়।পরে কোন লোকজনকে না দেখে আশে পাশে জঙ্গলে তল্লাশী করে।পরিত্যক্ত অবস্থায় ১টি বস্তা দেখতে পায়। উক্ত বস্তাটি খুলে গণনা করে ৫৪ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা মুল্যের ১৮ হাজার ১১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে’।