ইউ্সুফ আলী বাচ্চু :আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম এবং তালুকদার মো. আবদুল খালেককে সমর্থন দিয়েছে ১৪ দল। শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলীয় জোটের এক সভা শেষে এ তথ্য জানান জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ‘আমরা দুই সিটিতে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করাতে কাজ করব।’
উল্লেখ্য, আগামী ১৫ মে গাজীপুর খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। এই নির্বাচনে মনোনয়পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল।
গাজীপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগ জাহাঙ্গীর আলমকে এবং বিএনপি হাসান উদ্দিন সরকারকে মেয়র পদে দলীয় মনোনয়ন দিয়েছে।
আর খুলনায় আওয়ামী লীগ তালুকদার মো. আবদুল খালেককে এবং বিএনপি নজরুল ইসলাম মঞ্জুকে মেয়র পদে দলীয় মনোনয়ন দিয়েছে।