ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল থেকে মধ্যরাতে ছাত্রী বের করার প্রতিবাদে শুক্রবার (২০ এপ্রিল) দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত আড়াইটায় হলের সামনে শুক্রবার বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর।
এসময় তিনি বলেন, যদি কেউ অপরাধ করে থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের আইনে তাদের বিচার হবে। কিন্তু রাতের অন্ধকারে কেন অভিভাবক ডেকে তাদের হল থেকে বের করা হচ্ছে? আমাদের অনেকে হলের ভেতর থেকে বলেছে, তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে যেনো কেউ কথা না বলে, উল্লেখ করেন তিনি। সূত্র : বাংলা নিউজ