শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৮, ১১:৫৫ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৮, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহসাই জাপার মন্ত্রীদের পদত্যাগ করার কোনো সম্ভাবনা নেই : জাপা

রফিক আহমেদ : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেছেন, আমার জানা মতে সহসাই জাতীয় পার্টির মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার তার সঙ্গে যোগাযোগ করলে তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আরো বলেন, জাতীয় পার্টির মন্ত্রিরা সরকারের মন্ত্রীসভা থেকে এখন পদত্যাগ করবে বলে মনে হয় না। আমি এ ব্যাপারে কিছুই জানি না।

জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে আপনাদের দলের মন্ত্রিরা কবে ও কখন মন্ত্রীসভা থেকে পদত্যাগ করতে পারে বলে আপনি মনে করেন প্রশ্ন করলে তিনি বলেন, আমার এখন দলের মন্ত্রিদের পদত্যাগের ব্যাপারে মন্তব্য ঠিক হবে না। সময়ই ও পরিস্থিতি বলে দেবে মন্ত্রিরা সরকার থেকে কখন পদত্যাগ করবে।

জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করার পর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তিনি মন্ত্রী পদ মর্যার পদ থেকে পদত্যাগ না করে দলের মন্ত্রীদের একাধিকবার পদত্যাগ করার কথা বলছেন। এরশাদের দ্বিমুখী এ আচরণে দেশের রাজনৈতিক অঙ্গণে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

জানা যায়, সোহরাওয়ার্দী উদ্যানে ইতোমধ্যে জাপার মহাসমাবেশ থেকে মন্ত্রিসভা ছাড়ার ঘোষণা দিয়ে এরশাদ চমক দেখাতে পারেন বলে দেশের রাজনৈতিক বিশ্লেষকগন মনে করেছেন। কিন্তু এরশাদের কাছ থেকে জাপার মহাসমাবেশে মন্ত্রিসভা থেকে দলের মন্ত্রিদের ত্যাগের কোনো ঘোষণা আসেনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত পদে আসীন হয়েছেন ২০১৪ সালের ১২ জানুয়ারি। ২০১৪ সালের সেপ্টেম্বরে জাপার সংসদীয় দলের মন্ত্রিসভা থেকে দলের মন্ত্রিদের প্রথমবারের মন্ত্রিত্ব ছাড়ার কথা বলেছেন এরশাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়