শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৮, ১১:৫৫ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৮, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহসাই জাপার মন্ত্রীদের পদত্যাগ করার কোনো সম্ভাবনা নেই : জাপা

রফিক আহমেদ : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেছেন, আমার জানা মতে সহসাই জাতীয় পার্টির মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার তার সঙ্গে যোগাযোগ করলে তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আরো বলেন, জাতীয় পার্টির মন্ত্রিরা সরকারের মন্ত্রীসভা থেকে এখন পদত্যাগ করবে বলে মনে হয় না। আমি এ ব্যাপারে কিছুই জানি না।

জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে আপনাদের দলের মন্ত্রিরা কবে ও কখন মন্ত্রীসভা থেকে পদত্যাগ করতে পারে বলে আপনি মনে করেন প্রশ্ন করলে তিনি বলেন, আমার এখন দলের মন্ত্রিদের পদত্যাগের ব্যাপারে মন্তব্য ঠিক হবে না। সময়ই ও পরিস্থিতি বলে দেবে মন্ত্রিরা সরকার থেকে কখন পদত্যাগ করবে।

জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করার পর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তিনি মন্ত্রী পদ মর্যার পদ থেকে পদত্যাগ না করে দলের মন্ত্রীদের একাধিকবার পদত্যাগ করার কথা বলছেন। এরশাদের দ্বিমুখী এ আচরণে দেশের রাজনৈতিক অঙ্গণে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

জানা যায়, সোহরাওয়ার্দী উদ্যানে ইতোমধ্যে জাপার মহাসমাবেশ থেকে মন্ত্রিসভা ছাড়ার ঘোষণা দিয়ে এরশাদ চমক দেখাতে পারেন বলে দেশের রাজনৈতিক বিশ্লেষকগন মনে করেছেন। কিন্তু এরশাদের কাছ থেকে জাপার মহাসমাবেশে মন্ত্রিসভা থেকে দলের মন্ত্রিদের ত্যাগের কোনো ঘোষণা আসেনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত পদে আসীন হয়েছেন ২০১৪ সালের ১২ জানুয়ারি। ২০১৪ সালের সেপ্টেম্বরে জাপার সংসদীয় দলের মন্ত্রিসভা থেকে দলের মন্ত্রিদের প্রথমবারের মন্ত্রিত্ব ছাড়ার কথা বলেছেন এরশাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়