শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৮, ০৮:১৮ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০১৮, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষাধিক প্রবাসীর চাকরি দেবে সৌদি আরব

ডেস্ক নিউজ: মধ্যপ্রাচ্যের  দেশ সৌদি আরবে প্রায় সাড়ে তিন লাখ পদে চাকরির সুযোগ রয়েছে বলে জানিয়েছে দেশটির জেনারেল অথোরিটি অব স্ট্যাটিসটিকস। এর মধ্যে ২ লাখ ১০ হাজারের মতো প্রবাসী শ্রমিক নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের খবরে বলা হয়, আগামী ২০৩০ সালের মধ্যে সৌদি আরবের বেকারত্বের হার সাত শতাংশে নিয়ে আসার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে সরকার। গত ১০ বছর ধরে সৌদিতে প্রতিবছর প্রায় চার লাখ ৩৩ হাজারের মতো চাকরির জন্য নতুন পদের সৃষ্টি হয়। তবে প্রবাসীরাই বেশিরভাগ পদে জায়গা করে নেন। বর্তমানে দেশটিতে ১ কোটি ১০ লাখ প্রবাসী শ্রমিক কাজ করছেন।

সৌদি গ্যাজেট জানায়, গত বছর চাকরির পদ খালি ছিলো ১ লাখ ১৬ হাজার। যার মধ্যে বাণিজ্য, হসপিটালিটি ও রেসটুরেন্ট খাতে শূন্য পদসংখ্যা ছিলো ৩৫ হাজারের মতো। এ ছাড়া নির্মাণ খাতে ২১ হাজার ৬০০ জনের মতো পদ খালি ছিলো।

তবে চলতি বছরে বাণিজ্য, হসপিটালিটি ও রেসটুরেন্ট খাতে শূন্য পদসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজারে। এমনকি নির্মাণ ক্ষেত্রে ৬৬ হাজার ও শ্রমশিল্পে ৫৬ হাজার জনের চাকরির ব্যবস্থা করা হয়েছে।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, চলতি বছরে দেশটিতে প্রায় ৯ লাখ ৬ হাজার ৫৫২ জন বেকার আছে। যার মধ্যে ২ লাখ ১৯ হাজার পুরুষ ও ৬ লাখ ৮৭ হাজার ৫০০ জন নারী।
গতবছর সৌদিতে বেকারত্বের হার ১২ দশমিক ৭ শতাংশ থাকলেও তেলের দাম কমে যাওয়াতে এর হারও বেড়ে দাঁড়ায়। সে সময় সৌদিতে চাকরি প্রার্থী ব্যাক্তির সংখ্যা ছিলো ১০ লাখ ৭৫ হাজারের মতো। যার মধ্যে পুরুষ ছিলেন ২ লাখ ১৬ হাজার ও নারীদের সংখ্যা ছিলো ৮ লাখ ৫৯ হাজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়