শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলতে পারবেন না ইমরান ও বুশরা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০১৮, ০২:৪৫ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০১৮, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

নিজস্ব  প্রতিবেদক : প্রধানমন্ত্রী কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে কয়েকশ নেতা-কর্মী ঢাবি ক্যাম্পাসে এ আনন্দ মিছিলে অংশ নেন।

এসময় তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ‘শেখ হাসিনা শেখ হাসিনা' স্লোগান দিতে থাকেন।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা পদ্ধতি বাতিল, পরিষ্কার কথা। বারবার আন্দোলনের নামে জনগণের ভোগান্তি এড়াতে সংস্কারের চেয়ে এটা বাতিল হলেই ভালো। বুধবার জাতীয় সংসদে আওয়ামী লীগ দলীয় সদস্য জাহাঙ্গীর কবির নানকের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে গত রোববার থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ওই দিন দুপুরে পূর্বঘোঘিত গণপদযাত্রা শেষে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। পরে রাত ৮টার দিকে তাদের ওপর পুলিশ চড়াও হলে সংঘর্ষ হয়। ওই ঘটনায় দুই শতাধিক শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী আহত হন। এরপর থেকে আন্দোলন অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। তারা পাঁচ দফা দাবিতে আন্দোলন শুরু করেন। একই সাথে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ ব্যাপারে স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন ছেড়ে রাজপথ ত্যাগ করবেন না বলে জানিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়