শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৮, ১২:৫৯ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০১৮, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ার দীর্ঘতম নদী প্লাস্টিক বর্জ্যে সাগর ভরিয়ে তুলছে

আসিফুজ্জামান পৃথিল : এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজির বহন করা প্লাস্টিক বর্জ্যরে কারণে শঙ্কার মুখে পড়েছে পূর্ব চীন সাগরের জীববৈচিত্র্য। একটি গবেষণা সূত্রে এসব তথ্য জানা গেছে।  সাংঘাই থেকে আল জাজিরা জানিয়েছে, ‘পরিবেশ সংক্রান্ত একটি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে প্রতি বছর ইয়াংজি এবং এর শাখা নদীগুলো সাগরে ১৫ লাখ টন প্লাস্টিক বর্জ্য বহন করে নিয়ে যায়। এই পরিমাণ পৃথিবীতে সর্বাধিক।’

পূর্ব চীন সাগরে পতিত হবার সময়ে ৬৩০০ কিলোমিটার দীর্ঘ এই নদীটি সাংঘাই সহ চীনের অনেকগুলো বড় শহরকে অতিক্রম করে। সামুদ্রিক জীববৈচিত্রকে রক্ষার উদ্দেশ্যে চীনের পরিবেশবাদী সংগঠনগুলো স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নদীটিতে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করছে। এরকম একজন স্বেচ্ছাসেবী ছাত্র নিউ ইজিয়া বলেন , ‘আমি এখানে এসিেছ সমুদ্রকে রক্ষা করতে। সাগরতটে বিপুল পরিমান বর্জ্য পরে রয়েছে।’ ইজিয়া আরো বলেন, ‘আমরা একটি ভিডিওতে দেখেছি, একটি কচ্ছপের নাকে একটি প্লাস্কির নল ঢুকে রয়েছে এবং তা বের করার সময় কচ্ছপটির ব্যাপক রক্তক্ষরণ হচ্ছে।’

প্রসঙ্গত, চীন পৃথিবীর অন্যতম বৃহত্তম প্লাস্টিক ব্যবহারকারী। ২০১৬ সালে দেশটি ১৪ বিলিয়ন প্লাস্টিক ব্যাগ ব্যবহার করেছিল। আর দেশটিতে দ্রুত সম্প্রসারনশীল খাবার সরবারহ ব্যবসার কারণে দেশটিতে রোজ ৬০ মিলিয়ন প্লাস্টিক বাক্স ব্যবহার হয়। যার অধিকাংশই পুন:ব্যবহার উপযোগী নয়। - আল জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়