শিরোনাম
◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ২৭ মার্চ, ২০১৮, ০৬:৪০ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০১৮, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘রহস্যজনক’ ট্রেনে চীন সফরে কিম!

সান্দ্রা নন্দিনী: একটি ‘রহস্যজনক’ ট্রেনে করে ঝটিকা সফরে চীনে এসেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সোমবার নামপ্রকাশে অনিচ্ছুক তিনজন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ’। ২০১১ সালে উত্তর কোরিয়ার ক্ষমতায় বসার পর এটিই কিমের প্রথম বিদেশ সফর। আগামী মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককে সামনে রেখে করা এই সফরকে তাই অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন বিশ্লেষকরা।

ব্লুমবার্গ জানায়, কিমের সফরের উদ্দেশ্য ও ভ্রমণবৃত্তান্ত সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে, একটি জাপানি সংবাদমাধ্যম সোমবার জানিয়েছে, পিয়ংইয়ং থেকে উচ্চপদস্থ কর্মকর্তারা অতিরিক্ত নিরাপত্তাবেষ্টিত একটি ট্রেনে করে বেইজিং পৌঁছেছেন।

‘নিপ্পন টিভি’তে দেখা গেছে, প্রতিবেদক একটি হলুদ রঙের রেখার সবুজ ট্রেনের বর্ণনা দিচ্ছে। যেখানে ২১টি বগি রয়েছে এবং ঠিক যেরকম একটি ট্রেনে চড়ে কিমের মৃত পিতা কিম জং ইল ২০১১ সালে বেইজিং সফরে এসেছিলেন। তবে, সংবাদসংস্থা রয়টার্স কিমের আসার বিষয়টি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে।

উল্লেখ্য, চীন ঐতিহ্যগতভাবেই আন্তর্জাতিকভাবে ‘একঘরে’ উত্তর কোরিয়ার পরীক্ষিত মিত্র বলে বিবেচিত। যদিও চীনের প্রতিদ্বন্দ্বী দেশ দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের পরিকল্পনা দেশটির রয়েছে। আর কিমের এই সফরে প্রমাণিত হবে চীন ‘উত্তর কোরিয়া খেলা’য় কতটা শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে।

অন্যদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র হুয়া চুনিংকে কিমের সফর সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ সম্পর্কে কিছুই জানা নেই তার। পরে, বেইজিংয়ের উত্তর কোরিয়া দূতাবাসে যোগাযোগ করা হলে কেউই কথা বলেননি। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়