শিরোনাম
◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৮, ০৮:০৯ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০১৮, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার পাকিস্তানের ক্ষেপনাস্ত্র প্রযুক্তি উন্নয়নের উদ্যোগ চীনের

আব্দুর রাজ্জাক: এবার পাকিস্তানের ক্ষেপনাস্ত্র ব্যবস্থার উন্নতির জন্য তাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন ‘অপটিকাল ট্র্যাকিং সিস্টেম’ দিয়েছে চীন। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে দেশটির হাতকে আরো শক্ত করতে চীন এমন পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার ‘দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট’ (এসসিএমপি) জানিয়েছে, উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্র্যাকিং সিস্টেমটি চীনের চাইনিস অ্যাকাডেমি (সিএএস) এর মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। চীনের সামরিক বাহিনীর এমন একটি স্পর্শকাতর প্রযুক্তি প্রথম কোন বিদেশি রাষ্ট্রের হাতে তুলে দেয়া হল।

সিস্টেমটির মোট চারটি উন্নত প্রযুক্তির উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা রয়েছে। রয়েছে একটি লেজার রেঞ্জার ও একটি স্বয়ংক্রীয় নিয়ন্ত্রণ পদ্ধতি যার মাধ্যমে এটি নিজেই নিজের পছন্দমত লক্ষ স্থির করতে পারবে। প্রযুক্তিটিতে বসানো ক্যামেরাগুলো ভিন্ন ভিন্ন জায়গায় বসানো হয়েছে এবং তাদের সাথে অ্যাটোমিক ঘড়ি সংযুক্ত করা আছে যার মাধ্যমে প্রত্যেকটি ছবির জন্য আলাদা আলাদা নিখুঁত সময় নির্ণয় করা যাবে।

সিএএস এর গবেষক ঝেং মেংওয়েই এক বিবৃতিতে জানান, “আমরা পাকিস্তানকে দুটি চোখ দিয়েছি যা দিয়ে তাদের যা ইচ্ছে তাই দেখতে পারবে এমনকি চাঁদও দেখতে পারবে। চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ বাস্তবায়নে পাকিস্তান মূল চাবিকাঠির ভূমিকায় থাকায় আমরা তাদের প্রযুক্তিটি দিয়েছি।” আরটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়