শিরোনাম
◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ২৩ মার্চ, ২০১৮, ০২:৫৮ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০১৮, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভবিষ্যতে ইসরায়েল ও ফিলিস্তিন গণতান্ত্রিক অধিকারে ‘এক রাষ্ট্র’আলোচনার দিকে এগিয়ে যাবে: আমিরাত মন্ত্রী

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: আগামীতে ইসরায়েল ও ফিলিস্তিন দুই রাষ্ট্রভিত্তিক পরিকল্পনা সফলতার মুখ না দেখলে ইসরায়েল রাষ্ট্রের অধীনেই ফিলিস্তিনিদের গণতান্ত্রিক সমধিকার প্রতিষ্ঠার আলোচনা এগিয়ে নিতে হবে। বুধবার অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত 'ভারত ও আরব-আমিরাতের মধ্যে মধ্যপ্রাচ্য সংকট' শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন আরব-আমিরাতে পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগেজ।

আলোচনা সভায় গারগেজ বলেছেন, 'আগামী ৩-৪ বছরের মধ্যে যদি ইসরাইল এবং ফিলিস্তিন দুটি পৃথক রাষ্ট্র তৈরির পরিকল্পনা ব্যর্থ হয়, তখন ইজরায়েল রাষ্ট্রের অধিনেই ফিলিস্তিনিদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে।'

আমিরাতি মন্ত্রীর মতে, ফিলিস্তিনের গণতান্ত্রিক অধিকার প্রসঙ্গে খুবই সীমিত আকারে আলোচনা হচ্ছে। আলোচনাটি একটি ‘গ্রহণযোগ্য’ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আরো কয়েক বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এসময় তিনি ইরান ও তুরস্ক প্রসঙ্গেও কথা বলেন।

ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে ইরান ও তুরস্ককে আবেগ সরিয়ে কাজ করতে আহ্বান জানিয়ে তিনি ইরানের পারমাণবিক অস্ত্র চুক্তির বিষয় নিয়েও আলোচনা করেন।

গারগেজ দাবি করেন, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন সবাই পরমাণু ইস্যুতে এক অবস্থানে আছে। অপরদিকে ইরান ও চীন বিপরীতে অবস্থান করছে। ইরান পশ্চিম এশিয়ায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলেও জানান তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়