আজহারুল হক, গফরগাঁও(ময়মনসিংহ) :মায়েরা যথাযথ ভূমিকা পালন করলে ছেলে-মেয়েরা অবশ্যই শিক্ষিত হবে। ছেলে-মেয়েদের সুশিক্ষিত করতে পারলে িবার, সমাজ এবং দেশ এগিয়ে যাবে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে মঙ্গলবার সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ‘মা’ সমাবেশে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা শাহীনুর ইসলাম, নাজমুল হুদাসহ বক্তারা একথা বলেন।
উপজেলার সান্দিয়াইন নতুন, আউলাজুর, ইসলামিয়া মডেল, দক্ষিণ চরমছলন্দ, বাতেনিয়া, ডুবাইল, কেল্লারপাড়, পশ্চিম গফরগাঁও, কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২৩৮ বিদ্যালয়ে এ সমাবেশ হয়।
মা সমাবেশে বক্তব্য রাখেন- সান্দিয়াইন নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, আউলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আ. কাদের ও আল মামুনসহ ২৩৮ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও অতিথিবৃন্দ।