শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১২ মার্চ, ২০১৮, ০৫:১১ সকাল
আপডেট : ১২ মার্চ, ২০১৮, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুদির দোকানির বিবি থেকে ভারতীয় ক্রিকেটারের স্ত্রী

রবিন আকরাম: ছিলেন সাধারণ ঘরের মেয়ে। তারপর মুদির দোকানির বৌ, দুই মেয়ের মা। সেখান থেকে এক লাফে ভারতীয় দলের ক্রিকেটার ,মোহাম্মদ শামির অর্ধাঙ্গিনী। হাসিন জাহানের জীবনের গল্প সুপারহিট সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়।

হাসিনরা ৩ বোন। বড় বোন থাকেন দিল্লিতে, ছোট বোন বীরভূমে। বাবা পরিবহন সংক্রান্ত কাজকর্ম করেন। পড়াশোনায় সাধারণ মানের ছাত্রী ছিলেন হাসিন জাহান। খেলাধুলোয় আগ্রহ ছিল, জেলা স্তরে কিছু পুরস্কারও পেয়েছিলেন। নিজের পায়ে দাঁড়াতে চাইতেন। তাঁর বাবার দাবি, ছোটবেলা থেকে মেয়ে অন্যায় সহ্য করতেন না।

জীবনে বড় কিছু করতে চাইতেন হাসিন জাহান। ২০০২-এ বিয়ে করেন শেখ সৈফুদ্দিন নামে এক মুদির দোকানিকে। দশম শ্রেণিতে পড়ার সময় সৈফুদ্দিনের প্রেমে পড়েন তিনি। তারপর বাড়ির অমতে পালিয়ে গিয়ে বিয়ে। ২০০৩-এ এই দম্পতির বড় মেয়ে জন্মায়। ৩ বছর পর ছোট মেয়ে। তখন থেকে মনোমালিন্যের শুরু। ২০১০-এ হয়ে যায় তালাক। তাঁদের বড় মেয়ে এখন পড়ে দশম শ্রেণিতে, ছোট মেয়ে ষষ্ঠ শ্রেণিতে। দুজনেই থাকে বাবার সঙ্গে।

তার স্বামী সৈফুদ্দিন জানিয়েছেন, হাসিন কেন তাঁকে ছেড়ে চলে যান তাঁর কাছে পরিষ্কার নয়। তবে সপ্তাহে দুই-তিন বার ফোন করে দুই মেয়ের সঙ্গে কথা বলেন তিনি।

স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলেন হাসিন জাহান। তখনও মোহাম্মদ শামির সঙ্গে পরিচয় হয়নি তাঁর। ২০১৪-র আইপিএলে চিয়ারলিডার ছিলেন তিনি। সে সময় আলাপ শামির সঙ্গে, সেখান থেকে প্রেম। তখন থেকেই কলকাতায় থাকতে শুরু করেন হাসিন। সে বছরই বিয়ে করে নেন শামিকে। তাঁদের ৩ বছরের একটি কন্যাও রয়েছে। সূত্র: এবিপি আনন্দ

  • সর্বশেষ
  • জনপ্রিয়