শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৫৭ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিলামে উঠছে স্টিভ জবসের চাকরির দরখাস্ত

আব্দুর রাজ্জাক: অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবস তাঁর বন্ধু স্টিভ ওজনিয়াকের সাথে যৌথভাবে ১৯৭৬ সালে অ্যাপল প্রতিষ্ঠা করেন। তাঁর হাত ধরেই মানুষ আইফোন, আইপ্যাডের মতো যুগান্তকারী প্রযুক্তিপণ্য পেয়েছে। কিন্তু প্রযুক্তির দুনিয়ায় নাম লেখানোর আগে স্টিভ জবস সাধারণ চাকরি প্রার্থীর মতই চাকরি খুঁজেছেন।

১৯৭৩ সাল পর্যন্ত স্টিভ জবস বিভিন্ন অফিসে চাকরির জন্য ঘুড়েছেন । ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের রিড কলেজের ফল সেমিস্টারে ভর্তি হওয়ার পর মাত্র ছয় মাস পড়াশুনার সুযোগ পেয়েছিলেন। এরপর পোর্টল্যান্ড ক্যাম্পাসে দেড় বছর ধরে ক্যালিগ্রাফি, ড্যান্স ও শেকসপিয়ার বিষয়ে পড়াশোনা করেন। ১৯৭৩ সালে চাকরির জন্য প্রথম চেষ্টা করেছিলেন তিনি। এ জন্য চাকরির একটি আবেদনপত্র পূরণ করেছিলেন। তবে কোন পদে তিনি আবেদন করেছিলেন, তা স্পষ্ট করে জানা যায়নি। তাঁর সেই চাকরির আবেদন পত্রটি সম্প্রতি নিলামে তুলেছে আর আর অকশন নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান। তারা ধারণা করছে, ওই আবেদনপত্রটির দাম ৫০ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে।

মাত্র এক পাতার ওই আবেদনপত্রটি পূরণে অনেক ভুল-ত্রুটি লক্ষ করা যায়। হাতে পূরণ করা আবেদন পত্রটিতে ঠিকানার জায়গায় লিখেছেন, রিড কলেজ। তাঁর মূল পড়াশোনার বিষয় হিসেবে লিখেছেন ইংরেজি সাহিত্য। দক্ষতার জায়গায় কম্পিউটার ও ক্যালকুলেটরের বিষয়টি উল্লেখ করেছেন। বিশেষ দক্ষতার জায়গায় লিখেছিলেন ইলেকট্রনিকস টেকনোলজী বা ডিজাইন প্রকৌশলী। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়