শিরোনাম
◈ ঢাকায় জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস ◈ বিদ্রোহী প্রার্থী সামাল দিতে পারবে বিএনপি? ◈ কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ, এক আসনে লড়ছেন ২৪ জন ◈ শেষ ষোলয় সেনেগালকে হারা‌তে চায় সুদান ◈ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট মুস্তাফিজের ◈ গাজায় ত্রাণ সংস্থা নিষিদ্ধ করায় নেতানিয়াহুকে 'ফেরাউন' বললেন এরদোগান ◈ অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার খাজা বললেন, আমি গর্বিত মুসলিম  ◈ চলতি মাসে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে সড়কে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার ◈ ভারত-বাংলাদেশ যাতায়াতে পেট্রাপোল বন্দরে ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ বসালো ভারত

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:০০ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গারা ফেরত যেতে শুরু করলে স্রোতের মতো যাবে: প্রধানমন্ত্রী

ফারমিনা তাসলিম: ইতালি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে পোপসহ বিশ্ব নেতাদের সঙ্গে আরেক দফায় রোহিঙ্গা সঙ্কটের চিত্র তুলে ধরেছিলেন। তিনি জানান, একবার রোহিঙ্গা ফেরত যেতে শুরু করলে সবাই একে একে স্রোতের মতো ফেরত যাবে।

ইতালি সফর শেষে সোমবার গণভবনে সংবাদ সম্মেলনে রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কুতুপালং বা বালুখালী ক্যাম্প সবগুলো কক্সবাজারের উখিয়াতে। আপনারা জানেন রোহিঙ্গারা বর্তমানে সেখান রয়েছে। যতক্ষণ পর্যন্ত মিয়ানমারে তারা না যায় ততক্ষণ পর্যন্ত সেখানে অস্থায়ী ক্যাম্প করে রাখা হবে। এরা আমাদের প্রতিবেশি। আমরা চাই না প্রতিবেশির সঙ্গে সম্পর্কের অবনতি হোক।

তিনি আরও বলেন, আমাদের পক্ষ থেকে আলোচনা করে তাদের নিয়ে যাওয়ার জন্য যৌথ কমিটিও গঠন করা হয়েছে। ৫টা দেশের সঙ্গে তাদের বর্ডার, এই ৫টা দেশের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করেছে। তাদের সব ধরনের তালিকা তৈরি করা আছে। যখনই তারা আমাদের দেশে অনুপ্রবেশ শুরু করেছে ঠিক সেই মুহূর্তে আমি একেবারেই প্রধানমন্ত্রীর তহবিল থেকে টাকা পাঠিয়ে সবকিছু কিনে লোক নিয়োগ দিয়ে আমরা কিন্তু প্রত্যেকের তালিকা করেছি। বায়োমেট্রিক পদ্ধতিতে তালিকা প্রকাশ করা তাদের আইডি কার্ড তৈরি করে দিয়ে দিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৬ সাল থেকে রোহিঙ্গারা এদেশে বহুবার এসেছে, বহুবার চলেও গেছে। বায়োমেট্রিক তালিকা আগে তৈরি করেনি বা কেউ করেনি। আমরা তাদের ঠেলে ফেলে দিতে পারি না। ফেলে দিলে আমরা বুঝি তাদের কি অবস্থা হবে আপনারাও জানেন। তারাও তো মানুষ। আলোচনার মাধ্যমে তাদেরকে নিয়ে যাক, সেটা সবাই চায়। একবার যদি যাওয়া শুরু করে তারা এমনিতে স্রোতের মতো চলে যাবে। কারণ সবাই নিজেদের ঘর বাড়িতে ফেরত যেতে চায়। তাই এটা নিয়ে চিন্তার কিছু নেই।

সূত্র : বৈশাখী টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়