শিরোনাম
◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:০০ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গারা ফেরত যেতে শুরু করলে স্রোতের মতো যাবে: প্রধানমন্ত্রী

ফারমিনা তাসলিম: ইতালি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে পোপসহ বিশ্ব নেতাদের সঙ্গে আরেক দফায় রোহিঙ্গা সঙ্কটের চিত্র তুলে ধরেছিলেন। তিনি জানান, একবার রোহিঙ্গা ফেরত যেতে শুরু করলে সবাই একে একে স্রোতের মতো ফেরত যাবে।

ইতালি সফর শেষে সোমবার গণভবনে সংবাদ সম্মেলনে রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কুতুপালং বা বালুখালী ক্যাম্প সবগুলো কক্সবাজারের উখিয়াতে। আপনারা জানেন রোহিঙ্গারা বর্তমানে সেখান রয়েছে। যতক্ষণ পর্যন্ত মিয়ানমারে তারা না যায় ততক্ষণ পর্যন্ত সেখানে অস্থায়ী ক্যাম্প করে রাখা হবে। এরা আমাদের প্রতিবেশি। আমরা চাই না প্রতিবেশির সঙ্গে সম্পর্কের অবনতি হোক।

তিনি আরও বলেন, আমাদের পক্ষ থেকে আলোচনা করে তাদের নিয়ে যাওয়ার জন্য যৌথ কমিটিও গঠন করা হয়েছে। ৫টা দেশের সঙ্গে তাদের বর্ডার, এই ৫টা দেশের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা করেছে। তাদের সব ধরনের তালিকা তৈরি করা আছে। যখনই তারা আমাদের দেশে অনুপ্রবেশ শুরু করেছে ঠিক সেই মুহূর্তে আমি একেবারেই প্রধানমন্ত্রীর তহবিল থেকে টাকা পাঠিয়ে সবকিছু কিনে লোক নিয়োগ দিয়ে আমরা কিন্তু প্রত্যেকের তালিকা করেছি। বায়োমেট্রিক পদ্ধতিতে তালিকা প্রকাশ করা তাদের আইডি কার্ড তৈরি করে দিয়ে দিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৬ সাল থেকে রোহিঙ্গারা এদেশে বহুবার এসেছে, বহুবার চলেও গেছে। বায়োমেট্রিক তালিকা আগে তৈরি করেনি বা কেউ করেনি। আমরা তাদের ঠেলে ফেলে দিতে পারি না। ফেলে দিলে আমরা বুঝি তাদের কি অবস্থা হবে আপনারাও জানেন। তারাও তো মানুষ। আলোচনার মাধ্যমে তাদেরকে নিয়ে যাক, সেটা সবাই চায়। একবার যদি যাওয়া শুরু করে তারা এমনিতে স্রোতের মতো চলে যাবে। কারণ সবাই নিজেদের ঘর বাড়িতে ফেরত যেতে চায়। তাই এটা নিয়ে চিন্তার কিছু নেই।

সূত্র : বৈশাখী টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়