শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:১৮ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমালোচকরা উন্নয়ন চোখে দেখেন না, সংসদে মেনন

এম এ আহাদ শাহীন: সমালোচকরা আমাদের উন্নয়ন চোখে দেখেন না মন্তব্য করে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, তারা বারবার বিদেশের উদাহরণ টানেন। আমরা ইতিমধ্যেই বিশ্বের অন্যান্য দেশের কাছে উদাহরণ হিসেবে উল্লেখিত হচ্ছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে অভিহিত।

সোমবার সংসদে সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, কেবল উন্নয়নই নয় সামাজিক নিরাপত্তা বিধানের ক্ষেত্রেও বাংলাদেশ উদাহরণ। সরকার ‘জাতীয় নিরাপত্তা কৌশল’ প্রণয়ন করেছে বেশ। আমার মন্ত্রণালয় পাল্টে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমি বলেছিলাম এতদিন আকাশে ছিলাম, এখন মাটিতে নামলাম। এই সরকার যে মাটির মানুষের সাথে কতখানি সংযুক্ত তার প্রমাণ এই মন্ত্রণালয়।

তিনি বলেন, সমাজের ভয়েসলেস-কণ্ঠহীন মানুষকে কণ্ঠ দান করার জন্য ব্যাপক কর্মসূচি রয়েছে এই মন্ত্রণালয়ের। ২০০৯ সালের প্রথম বাজেটই সামাজিক নিরাপত্তা খাতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছিল। তারপর থেকে প্রতি বাজেটেই এর পরিমাণ বাড়ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের বিপুল সংখ্যক প্রতিবন্ধি, দুস্থ, অসহায় এবং অনগ্রসর জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক নিরাপত্তাসহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করছে। বাংলাদেশ প্রতিষ্ঠার পরই বঙ্গবন্ধু পল্লী সমাজসেবা কর্মসূচির আওতায় ক্ষুদ্রঋণ কর্মসূচি চালু করেন।

সংসদে মন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের সমাজের মূল ¯্রােতে অন্তর্ভুক্ত করা তাদের শিক্ষা, চিকিৎসা, চাকরি পুনর্বাসনÑ সব ক্ষেত্রেই বিপুল অগ্রগতি হয়েছে। প্রতিবন্ধী সুরক্ষা আইন-২০১৩ প্রণয়নের মাধ্যমে অর্টিজমের বিভিন্ন রূপসমূহ নির্দিষ্ট করা হয়েছে। জনগণের মধ্যে সৃষ্টি করা হয়েছে সচেতনতা। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা, বঙ্গবন্ধুর দৌহিত্র সায়েমা ওয়াজেদ পুতুল বাংলাদেশকেই নেতৃত্ব দিচ্ছেন না, এই অঞ্চল বিশ্বকেও নেতৃত্ব দিচ্ছেন। নতুন প্রজন্মের এই নেতৃত্ব নিঃসন্দেহে বাংলাদেশকে এক্ষেত্রে নতুন পরিচয়ে ভূষিত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়