শিরোনাম
◈ ‘বিপ্লব বিক্রি করে দিচ্ছে’: হাসিনার পতনের এক বছর পরও স্বপ্নভঙ্গ বাংলাদেশে ◈ ভাইরাল অডিও: ঘুষ দাবির অভিযোগে এসআই চিরঞ্জীব ৬ ঘণ্টায় প্রত্যাহার ◈ কারফিউ, পথে পথে কাঁটাতারের বেড়া, ৫ই অগাস্ট ঢাকার সকাল কেমন ছিল? ◈ গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল বন্দরে আমদানি, রফতানি বন্ধ ◈ ড. ইউনূসের ঐতিহাসিক ভাষণ: নির্বাচন ঘোষণা ও ‘জুলাই ঘোষণাপত্র’ আসতে পারে আজই ◈ ঢাকাসহ ৬ অঞ্চলে ঝড়ের আভাস ◈ মরণফাঁদে পরিণত হয়েছে নাইক্ষ্যংছড়ি-ঘুমধুম সড়ক! ◈ প্রথম ফ্লাইট অবতরণ করল শাহজালালের তৃতীয় টার্মিনালে ◈ টপ এন্ড টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌তে  অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইসি

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে প্রাণী আজানের জন্য ডাকে

সাইদুর রহমান :স্বাভাবিকভাবে মসজিদের মুআজ্জিন আজান দেয়। এ আওয়াজই প্রকৃত নিয়ম। সময়ের তারতম্য হয়। এজন্য আজানেরও সময়সূচি পরিবর্তন হয়। এ ক্ষেত্রে হাদীসে একটি প্রাণীর প্রশংসা করা হয়েছে। আর তা হলো মোরগ। মোরগকে আল্লাহ তা‘আলা বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন। আল্লাহ এ প্রাণীকে দিন-রাতের সময় বিশেষত রাতের সময় জ্ঞান দান করেছেন।

এ হিসেবে মোরগ আজানের জন্য মানুষকে ডাকে। দিনরাত ছোটবড় হলেও মোরগ ঠিকই বুঝতে পারে। খুব সুবিন্যস্ত আকারে ডাকে। এবং ফজরের পূর্বে ও পরে আজানের জন্য ডাকতে থাকে। এমনকি সাহাবা কেরাম রা. সফরের সময় সাথে মোরগ নিয়ে যেতেন যাতে আজানের সময় জানতে পারেন। তবে ঘুমের সময় আওয়াজের কারণে অনেকের বিরক্ত লাগে। এজন্যই হাদীসে মোরগের আওয়াজ শুনলে তাকে গালমন্দ করতে নিষেধ করা হয়েছে। যেহেতু আজানের জন্যই ডাকছে।

তাছাড়া মোরগের আরেকটি বৈশিষ্ট্য হলো, মোরগ ফেরেশতা দেখলে চিৎকার করে। এজন্য হাদীসে তার আওয়াজের কারণে কল্যাণ প্রার্থনা করতে বলেছেন।

এ বিষয়ে হাদীসে এসেছে, নবী সা. বলেছেন, তোমরা মোরগকে গালি দিও না যেহেতু সে আজানের জন্য ডাক দেয়। অন্য আরেকভাবে এসেছে, যেহেতু সে মানুষকে আজানের দিকে আহ্বান করে। আবু দাউদ, হাদীস নং ৫১০১ নাসায়ী , হাদীস নং ৫৯৪

আরেক হাদীসে এসেছে, নবী সা. বলেছেন, তোমরা যদি মোরগের চিৎকার শুনতে পাও তাহলে তার কল্যাণ চাও কেননা সে ফেরেশতা দেখার কারণে (আওয়াজ করে) আর যদি গাধার আওয়াজ শুনো তাহলে শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাও কেননা গাধা শয়তান দেখে আওয়াজ করে। বুখারি হাদীস নং ৩৩০৩, মুসলিম , হাদীস নং ২৭২৯

মোরগের আওয়াজ শুনলে হাদীসে তার কল্যাণ চাওয়ার জন্য বলা হয়েছে। তার কারণ হলো ফেরেশতারা যেন মুমিনের দোআর প্রেক্ষিতে আমীন বলে , তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং তাদের ইখলাসের সাক্ষী দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়