শিরোনাম
◈ জনসভার আগে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান (ভিডিও) ◈ ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি সাম‌রিক ক্ষমতা কোনও রসিকতা নয়: ইসরায়েলি কর্মকর্তা ও বিশ্লেষক ◈ রিয়াল মাদ্রিদকে হারিয়ে বা‌র্সেলোনার মেয়েরাও জিতল স্প‌্যা‌নিশ সুপার কাপ ◈ সারা দেশে বইছে নির্বাচনী হওয়া, তরুণরাই এবারের নির্বাচনে ভাগ্য নির্ধারণ করবে ◈ আবু সাঈদ হত্যা মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ তৃতীয় দিনের যুক্তিতর্ক ◈ রামুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশালাকৃতির ‘বোমা’ উদ্ধার: ১০ বছর ধরে ব্যবহৃত হতো কাপড় ধোয়ার কাজে ◈ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরাইলি হামলা: দুই শিশুসহ নিহত ৩ ◈ দুই দশক পর তারেক রহমান চট্টগ্রামে: ভোর থেকে পলোগ্রাউন্ডে বিএনপির নেতাকর্মীদের ভিড় ◈ তিস্তা মহাপরিকল্পনায় চীনের অগ্রগতি, সমঝোতার পথে বাংলাদেশ ◈ আই‌সি‌সি থে‌কে জয় শাহকে ‘গদিচ্যুত’ করার সুবর্ণ সুযোগ! বাংলা‌দে‌শের সমর্থনে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের পরামর্শ সা‌বেক‌দের

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৫৩ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাবাগানের জয়ের নায়ক পাকিস্তানি আকবর

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তান থেকে আকবর-উর-রেহমানকে উড়িয়ে এনেছিল কলাবাগান ক্রীড়া চক্র। আর ঢাকার মাঠে এসে প্রথম ম্যাচেই বাজিমাত করলেন এ পাকিস্তানি বুড়ো। তার অল রাউন্ডিং নৈপুণ্যেই চতুর্থ ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে দলটি। বর্তমান চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৫৫ রানে হারিয়েছে জালাল আহমেদ চৌধুরীর শিষ্যরা।

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে কলাবাগানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় গাজী গ্রুপ। শুরুটাও ভালো করে তারা। দলীয় ২৩ রানে কলাবাগানের প্রথম সারির ৩ ব্যাটসম্যানকে তুলে নেয় দলটি। তবে চতুর্থ উইকেটে তাইবুর রহমানকে সঙ্গে নিয়ে ১০১ রানের দারুণ এক জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন আকবর। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৩২ রানের পুঁজি পায় কলাবাগান।

দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন আকবর। ৮২ বলে ৫০ রানের ইনিংস খেলেন তাইবুর। এছাড়া ৩৩ বলে ৩৪ রান করেন মাহমুদুল হাসান। গাজী গ্রুপের পক্ষে ২টি করে উইকেট পান কামরুল ইসলাম রাব্বি, ডলার মাহমুদ ও রজত ভাটিয়া।

২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি গাজী গ্রুপ। ইমরুল কায়েসের সঙ্গে ৪০ রানের জুটি গড়েন অধিনায়ক জহুরুল ইসলাম। তবে এ জুটি ভাঙার ফলে কিছুটা চাপে পড়ে যায় তারা। এরপর তৃতীয় উইকেটে আসিফ আহমেদকে নিয়ে ৫২ রানের জুটি গড়ে চাপ সামলে নেওয়ার চেষ্টা করেন ইমরুল। এরপরই আকবরের বোলিং তোপে পড়ে দলটি।

বিপজ্জনক হয়ে ওঠা এ জুটিতো ভেঙেছেনই, এরপর আরও ৩টি উইকেট তুলে নেন তিনি। আর উইকেট হারানোর মিছিলে যোগ দেয় বর্তমান চ্যাম্পিয়নরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৬৯ রান যোগ করতেই শেষ ৮ উইকেট হারায় গাজী গ্রুপ। ফলে ৪৫.১ ওভারে ১৭৭ রানে অল আউট হয় মোহাম্মদ সালাহউদ্দিনের শিষ্যরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন ইমরুল। ৭৮ বল মোকাবেলা করে ৫টি করে চার ও ছক্কায় এ রান করেন তিনি। সাত নম্বরে ব্যাটিং করতে নেমে নুরুজ্জামান করেন ২৯ রান। কলাবাগানের পক্ষে ৩৫ রানের খরচায় ৪টি উইকেট পান আকবর। এছাড়া ২টি করে উইকেট নেন সঞ্জিত সাহা ও মাহমুদুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়