শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:০৫ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলি জঙ্গি বিমান ভূপাতিত করল সিরিয়া; পাল্টা হামলা

সাইদুর রহমান : সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের একটি এফ-১৬ জঙ্গি বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করেছে প্রেসিডেন্ট বাশার আসাদের অনুগত সেনারা। এর জেরে আবার কয়েক দফা হামলা চালিয়েছে ইসরায়েল। এবার ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল রাজধানী দামেস্কের প্রতিরক্ষা গবেষণা ইন্সটিটিউট এবং ইরান সমর্থিত স্থাপনা। তবে পূর্বের মত এবারও ইসরায়েলি হামলার জবাব দিয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন। তবে ফিলিস্তিনের আল-জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, দ্বিতীয়বারের হামলা হয়েছে ক্ষেপণাস্ত্রর মাধ্যমে , জঙ্গি বিমানের মাধ্যমে নয়।

সিরিয়ায় ইসরায়েলি জঙ্গি বিমান ভূপাতিত হওয়ার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জরুরী বৈঠক করে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

এই প্রথম বারের মত আজ শনিবার সকালে সিরিয়ার মাটিতে ইসরাইলের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করেছে সরকারপন্থিরা। সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশের উত্তরাঞ্চলে একটি ইসরাইলি যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে। বিধ্বস্ত বিমানটি আজ সকালে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়।

ইসরাইল কর্তৃপক্ষ তাদের জঙ্গিবিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছে। তবে যুদ্ধবিমানের দুই পাইলট বেঁচে গেছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি করছে তেলআবিব।
কয়েক দিন আগেও সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয় বলে জানায় সিরিয়ার সামরিক বাহিনী।

এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার ভূখন্ড থেকে ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ করে ইরানের একটি ড্রোন। পরে ইসরায়েলি সেনাবাহিনী এ ড্রোনকে ভূপাতিত করে। এ পদক্ষেপের জেরেই ইসরায়েল সিরিয়ায় হামলা চালায়। সূত্র : আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়