শিরোনাম
◈ বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা: ঘোষণা তারেক রহমানের ◈ সে‌মিফাইনা‌লে হে‌রে বিশ্বকাপে তৃতীয় হ‌লো বাংলাদেশ, সোমবার ফাইনালে ভারতের মু‌খোমু‌খি চাইনিজ তাইপে ◈ সে‌মিফাইনা‌লে ইরান‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের ফাইনালে ভারত ◈ ফের রাজশাহীতে রেলপথ অবরোধ, ৬ ট্রেনের সিডিউল বিপর্যয় ◈ কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, যে তথ্য জানালেন নাহিদ ইসলাম ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার ◈ গত ২৪ ঘণ্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প, সতর্ক থাকার পরামর্শ ◈ দণ্ডিত হাসিনা–কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি ঢাকার ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস ◈ ভূমিকম্প আতঙ্ক : বিদ্যালয় বন্ধের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:০৫ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলি জঙ্গি বিমান ভূপাতিত করল সিরিয়া; পাল্টা হামলা

সাইদুর রহমান : সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের একটি এফ-১৬ জঙ্গি বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করেছে প্রেসিডেন্ট বাশার আসাদের অনুগত সেনারা। এর জেরে আবার কয়েক দফা হামলা চালিয়েছে ইসরায়েল। এবার ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল রাজধানী দামেস্কের প্রতিরক্ষা গবেষণা ইন্সটিটিউট এবং ইরান সমর্থিত স্থাপনা। তবে পূর্বের মত এবারও ইসরায়েলি হামলার জবাব দিয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন। তবে ফিলিস্তিনের আল-জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, দ্বিতীয়বারের হামলা হয়েছে ক্ষেপণাস্ত্রর মাধ্যমে , জঙ্গি বিমানের মাধ্যমে নয়।

সিরিয়ায় ইসরায়েলি জঙ্গি বিমান ভূপাতিত হওয়ার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জরুরী বৈঠক করে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

এই প্রথম বারের মত আজ শনিবার সকালে সিরিয়ার মাটিতে ইসরাইলের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করেছে সরকারপন্থিরা। সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশের উত্তরাঞ্চলে একটি ইসরাইলি যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে। বিধ্বস্ত বিমানটি আজ সকালে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়।

ইসরাইল কর্তৃপক্ষ তাদের জঙ্গিবিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছে। তবে যুদ্ধবিমানের দুই পাইলট বেঁচে গেছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি করছে তেলআবিব।
কয়েক দিন আগেও সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয় বলে জানায় সিরিয়ার সামরিক বাহিনী।

এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার ভূখন্ড থেকে ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ করে ইরানের একটি ড্রোন। পরে ইসরায়েলি সেনাবাহিনী এ ড্রোনকে ভূপাতিত করে। এ পদক্ষেপের জেরেই ইসরায়েল সিরিয়ায় হামলা চালায়। সূত্র : আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়