শিরোনাম
◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ ◈ বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে দুশ্চিন্তায় জোট শরিকরা ◈ পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৪৫ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ বছরের মেয়েকে হত্যা, দুই বছরের মেয়েকে হত্যার চেষ্টা

 ডেস্ক রিপোর্ট  : মাধবদীতে পারিবারিক কলহ ও অভাবের তাড়নায় নিজের পাঁচ বছরের মেয়েকে হত্যা করে দুই বছরের আরেক শিশুকন্যাকে হত্যার চেষ্টা চালিয়েছে শফিকুল ইসলাম (৩৬) নামে এক পাষণ্ড বাবা। পরে তাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

জানা যায়, মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের মৈষাদী গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী ও দুই কন্যাসন্তান নিয়ে বসবাস করত শরীয়তপুরের শফিকুল ইসলাম। সে স্থানীয় টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ করত। তবে বর্তমানে টেক্সটাইল মিলে কর্ম কম। ফলে সংসারে অভাব ও পারিবারিক কলহ লেগেই থাকত। এই যন্ত্রণা থেকে পরিত্রাণ পেতেই নিজের কন্যাসন্তানদের হত্যা করে বলে দাবি শফিকুলের।

শফিকুলের স্ত্রী রোকসানা জানান, ৩০ জানুয়ারি রাত ৯টায় শফিকুল তাদের বাড়ির একটি ঘরে তাদের পাঁচ বছরের মেয়ে চুমকিকে গলায় রশি দিয়ে হত্যা করে পরে দ্বিতীয় কন্যা লাবণীকে হত্যা করতে চাইলে তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসে। এ সময় সে লাবণীকে পানিতে ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ নিহত চুমকীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘাতক শফিকুল ইসলামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা থানার ছাতিয়ানী গ্রামে। তার বাবার নাম মৃত জামাল রাঢ়ী।

মাধবদী থানার ওসি ইলিয়াছ বলেন, পারিবারিক কলহের জের ধরে শফিকুল তার এক কন্যাকে হত্যা করে আরেক কন্যাকে হত্যার চেষ্টা চালায়। এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

উৎসঃ   নয়াদিগন্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়