শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৫:৩০ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

নুরুল আমিন হাসান: রাজধানীতে আলমগীর হোসেন ও রানা ওরফে তরিকুল ইসলাম রনি নামের দু’জন দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর মালিবাগ সুপার মার্কেট ও গুলবাগ এলাকা থেকে মঙ্গলবার সকালে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম।

এর আগে ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ-৪র্থ আদালত ২০১৪ সালের ২২ জুন ডাকাত মোঃ আলমগীর হোসেন ও মোঃ রানা ওরফে তরিকুল ইসলাম ওরফে রনি সহ ৫ জনকে পেনাল কোডের এর ৩৯৫ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

বিষয়টি আমাদের সময় ডটকমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডাকাতির মামলায় সাজা ঘোষণার পর থেকে অভিযুক্ত মো. আলমগীর হোসেন মৌচাক এলাকায় একটি জুতার দোকানে কাজ নিয়ে আত্মগোপন করেছিল। অপরদিকে মো. রানা ওরফে তরিকুল ইসলাম ওরফে রনি ‘দারাজ ডটকম’ এর পিকআপ চালকের কাজ নিয়ে আত্মগোপন করেছিল।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি সকাল অনুমান সাড়ে দশটায় তৎকালীন মতিঝিল থানার মালিবাগের ৪২৫/৫ হোল্ডিং এর ২য় তলার একটি বাসার কলিং বেল চেপে বাসায় প্রবেশ করে গ্রেফতারকৃতরাসহ অন্যান্য ডাকাতদের সহায়তায় বাসার সকলকে বেঁধে রেখে স্বর্ণ অলংকারসহ নগদ টাকা পয়সা নিয়ে চলে যায়।

পরবর্তী সময়ে মতিঝিল থানায় ডাকাতি মামলা রুজু হলে তারা গ্রেফতার হয় এবং অলংকার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। কয়েক মাস পর জামিনে ছাড়া পেয়ে তারা পলাতক হয়।

এদিকে সাক্ষ্য-প্রমাণে তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হওয়ায়, ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ-৪র্থ আদালত ২০১৪ সালের ২২ জুন ডাকাত মোঃ আলমগীর হোসেন ও মো. রানা ওরফে তরিকুল ইসলাম ওরফে রনিসহ ৫ জনকে পেনাল কোডের এর ৩৯৫ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়