শিরোনাম
◈ শিলিগুড়ি করিডর প্রসঙ্গে উসকানিমূলক মন্তব্য, ‘চিকেনস নেক’কে হাতি বানানোর ডাক সাধগুরুর ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার খবরটি ‘গুজব’: খলিলুর রহমান ◈ এনিসিপিতে যোগ দিয়েই মুখপাত্র হলেন আসিফ মাহমুদ (ভিডিও) ◈ নির্বাচনি হলফনামায় জামায়াত আমিরের সম্পদের হিসাব প্রকাশ, ডুপ্লেক্স বাড়ি-নগদ ৬০ লাখ টাকাসহ যা আছে ◈ নির্বাচনকেন্দ্রিক বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: আইজিপি বাহারুল আলম ◈ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের গুঞ্জন অস্বীকার করলো পশ্চিমবঙ্গ পুলিশ ◈ চলতি বছর সবচেয়ে বেশি দেশে হামলা চালিয়েছে ইসরাইল ◈ ফেব্রুয়ারির নির্বাচনের পর ঢাকার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার ঘোষণা পাক পররাষ্ট্রমন্ত্রীর ◈ ৩০ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী যারা ◈ প্রত্যাবর্তনের স্বপ্ন নিয়ে রোহিঙ্গা শিবিরে ‘নেতৃত্ব পরিষদ’ গঠন

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০১:৫৫ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যানেল আই’র আয়োজনে চতুর্থ বাংলা খেয়াল উৎসব

আবু সুফিয়ান রতন: চ্যানেল আই এর আয়োজনে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হবে ‘বাংলা খেয়াল উৎসব’১৮। ৩১ জানুয়ারি সন্ধ্যায় শুরু হয়ে ০১ ফেব্র“য়ারি সকাল ৯টা পর্যন্ত চ্যানেল আইয়ের ছাদ বারান্দা থেকে সরাসরি সম্প্রচারিত হবে এ উৎসব। উৎসবে অংশ নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগসহ দেশের ৩৪টি সঙ্গীত প্রতিষ্ঠান এবং ১৫০জন শিল্পী। এবারের উৎসবের বিশেষ আকর্ষণ থাকবে ২ শত নবীনশিল্পীর অংশগ্রহণ।

উৎসবের বিস্তারিত জানাতে ৩০ জানুয়ারি চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে চ্যানেল আই এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং সঙ্গীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমান উৎসব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। আয়োজনটি প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন, শুদ্ধসঙ্গীত চর্চ্চার প্রসারে প্রথম থেকেই চ্যানেল আই কাজ করে আসছে। খেয়াল ও উচ্চাঙ্গ সঙ্গীত সম্পর্কে মানুষের জানা কম। তবে চ্যানেল আই ও বেঙ্গলের সুবাদে মানুষ এখন উচ্চাঙ্গ সঙ্গীতকে বুঝতে শুরু করেছে, শুদ্ধসঙ্গীত র্চ্চাকে খুঁজছে। এ উৎসবটিও দেশের সঙ্গীতের প্রসারে একটি পর্যায়ে পৌঁছাবে। এটিকে কিভাবে আরো ব্যাপকভাবে করা যা? এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শাইখ সিরাজ বলেন, আমরা তা নিয়ে ভাবছি।

উৎসব সম্পর্কে আজাদ রহমান বলেন, উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে যারা কাজ করছেন তারা প্রত্যকেই নিবেদিত প্রাণ। আরা যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। অষ্টেলিয়া ও ভারতেও উচ্চা সঙ্গীত উৎসবের আয়োজন হচ্ছে। উচ্চাঙ্গ সঙ্গীতে আমরা জ্ঞানের কথা বলছি ও সুরের কথা বলছি। সবাই মিলে এ সঙ্গীতকে সকল সঙ্গীতপ্রেমির কাছে পৌঁছে দিতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে উৎসব সম্পর্কে কথা বলেছেন করিম শাহাবুদ্দিন, অশিত রায়, ড. নাশিদ কামাল, ড. হারুনুর রশিদ, ড. পদ্মিনী দে, সংস্কৃতি কেন্দ্রের সাধারন সম্পাদক সেলিনা আজাদ, আলিফ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়