শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০১:৫৫ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যানেল আই’র আয়োজনে চতুর্থ বাংলা খেয়াল উৎসব

আবু সুফিয়ান রতন: চ্যানেল আই এর আয়োজনে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হবে ‘বাংলা খেয়াল উৎসব’১৮। ৩১ জানুয়ারি সন্ধ্যায় শুরু হয়ে ০১ ফেব্র“য়ারি সকাল ৯টা পর্যন্ত চ্যানেল আইয়ের ছাদ বারান্দা থেকে সরাসরি সম্প্রচারিত হবে এ উৎসব। উৎসবে অংশ নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগসহ দেশের ৩৪টি সঙ্গীত প্রতিষ্ঠান এবং ১৫০জন শিল্পী। এবারের উৎসবের বিশেষ আকর্ষণ থাকবে ২ শত নবীনশিল্পীর অংশগ্রহণ।

উৎসবের বিস্তারিত জানাতে ৩০ জানুয়ারি চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে চ্যানেল আই এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং সঙ্গীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান আজাদ রহমান উৎসব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। আয়োজনটি প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন, শুদ্ধসঙ্গীত চর্চ্চার প্রসারে প্রথম থেকেই চ্যানেল আই কাজ করে আসছে। খেয়াল ও উচ্চাঙ্গ সঙ্গীত সম্পর্কে মানুষের জানা কম। তবে চ্যানেল আই ও বেঙ্গলের সুবাদে মানুষ এখন উচ্চাঙ্গ সঙ্গীতকে বুঝতে শুরু করেছে, শুদ্ধসঙ্গীত র্চ্চাকে খুঁজছে। এ উৎসবটিও দেশের সঙ্গীতের প্রসারে একটি পর্যায়ে পৌঁছাবে। এটিকে কিভাবে আরো ব্যাপকভাবে করা যা? এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শাইখ সিরাজ বলেন, আমরা তা নিয়ে ভাবছি।

উৎসব সম্পর্কে আজাদ রহমান বলেন, উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে যারা কাজ করছেন তারা প্রত্যকেই নিবেদিত প্রাণ। আরা যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। অষ্টেলিয়া ও ভারতেও উচ্চা সঙ্গীত উৎসবের আয়োজন হচ্ছে। উচ্চাঙ্গ সঙ্গীতে আমরা জ্ঞানের কথা বলছি ও সুরের কথা বলছি। সবাই মিলে এ সঙ্গীতকে সকল সঙ্গীতপ্রেমির কাছে পৌঁছে দিতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে উৎসব সম্পর্কে কথা বলেছেন করিম শাহাবুদ্দিন, অশিত রায়, ড. নাশিদ কামাল, ড. হারুনুর রশিদ, ড. পদ্মিনী দে, সংস্কৃতি কেন্দ্রের সাধারন সম্পাদক সেলিনা আজাদ, আলিফ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়