শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ১০:৪১ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীরা দেশকে এগিয়ে নিতে সব ক্ষেত্রে অবদান রাখছে: মেহের আফরোজ

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, ফেব্রুয়ারী মাসেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তুর্ভূক্ত হবে। আর মধ্যম আয়ের দেশ হিসেবে অর্ন্তভূক্তির জন্য যে সুযোগ গুলোর প্রয়োজন ছিল ইতিমধ্যে সেই সুযোগ গুলো পূরণ হয়ে গেছে। নারীরা এখন আর ঘরে বসে থাকেনা। নারীরা দেশকে এগিয়ে নিতে সমাজের সব ক্ষেত্রে অবদান রাখছে।

মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ ভাতা প্রদাণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড এর ট্রেনিং সেন্টারের হল রুমে জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে এই ভাতা প্রদাণ অনুষ্ঠিত হয়।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিরুল কায়ছারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা পারভিন, নগর ভিত্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নূরুন নাহার হেনা, জাতীয় মহিলা সংস্থার ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার চেয়ারম্যান ফরিদা নাজমিন, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুর রহমান প্রমূখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আশুগঞ্জে নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের ৫০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে ভাতা তুলে দেন।সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়