শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৬:০৭ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় দলে আমার ক্যারিয়ার নিয়ে কারো সাথেই কথা বলিনি: ডোয়াইন ব্রাভো

স্পোর্টস ডেস্ক: ডোয়াইন জন ব্রাভো নামে চিনতে কষ্ট হলেও 'ডিজে' ব্রাভো বলতেই এই ক্যারিবিয়ান অলরাউন্ডারকে চিনবেন সব ক্রিকেটপ্রেমিই। বৈশ্বিক টি-টুয়েন্টি লিগগুলোতে অত্যন্ত জনপ্রিয় এই ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে এখন ব্রাত্য।

মার্চ মাসে শুরু হতে যাওয়া ২০১৯ সালের বিশ্বকাপ বাছাইয়ের দলেও নেই তিনি। এর কারণ হিসেবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে ব্রাভোর ক্যারিবিয় দলের হয়ে আর না খেলতে চাওয়া। এতে ভীষণ চটেছেন ব্রাভো। বলছেন এমন কোন কিছু বোর্ডকে জানাননি তিনি।

ব্রাভো ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৪ সালে, আর সর্বশেষ টি-টুয়েন্টি ২০১৬ সালে। ২০১০ সালে সর্বশেষ টেস্ট খেলার পর বাদ পড়েন দল থেকে। সুযোগ না পেয়ে ২০১৫ সালে অবসরই নেন টেস্ট থেকে। তিনি আরও জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকদের চেয়ারম্যান কোর্টনি ব্রাউনের সাথে নিয়মিত যোগাযোগ আছে তার। তাকেও এমন কিছু বলেননি ব্রাভো। অথচ বিশ্বকাপের বাছাইপর্বের দল ঘোষণার পর ব্রাউন বলেছিলেন, 'ডোয়াইন ব্রাভো আগেই ইঙ্গিত দিয়েছেন তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে আর খেলবেন না। তাই তার সাথে যোগাযোগ করা হয়নি।'

অথচ ৩৪ বছর বয়সী ব্রাভো জানিয়েছেন জাতীয় দলের ক্যারিয়ার নিয়ে কারো সাথেই কথা বলেননি, শেষ ছয়মাসে চেয়ারম্যান বা বোর্ডের অন্য কারো সাথেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট নিয়ে কথা হয়নি। একবারই বলেছিলাম, সেটা ২০১৬ সালে দুবাইতে টি-টুয়েন্টি সিরিজের সময়, যখন তিনি আমায় বলেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য আমি বিষের মত এবং তরুণদের উপর খারাপ প্রভাব ফেলছি।

গতবছর বিপিএলে খেলার সময় ব্রাভো বলেছিলেন, ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে তিনি নিজেকে ভবিষ্যতে দেখতে পাচ্ছেন না। সেটা নিয়েও কথা বলেছেন ব্রাভো, 'আমার আগ্রহ থাকা সত্ত্বেও বোর্ডের পক্ষ থেকে যোগাযোগের অভাব থাকায় এমনটা বলেছি। অন্যকিছু বলে থাকলে আমি চেয়ারম্যানকে চ্যালেঞ্জ করব।'

তবে ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার কথা বলেছিলেন এই অলরাউন্ডারের সাথে। তার কাছে এবছর খেলার ইচ্ছাও প্রকাশ করেছিলেন ব্রাভো, ‘আমার সাথে কথা বলেছিল অধিনায়ক জেসন হোল্ডার। ক্যারিবিয় প্রিমিয়ার লিগ চলার সময়। এবং তার কাছেই ২০১৭ সালে ইনজুরি নিয়ে বিগ ব্যাশ থেকে ফিরে আসার পর আমি বলেছিলাম ইংল্যান্ডে ওয়ানডে ক্রিকেট খেলার জন্য আমার শরীর প্রস্তুত না। তবে ২০১৮ সালে ভাল অনুভব করলে ওয়ানডে খেলার কথা বিবেচনা করব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়