শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৫:১২ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এটি আমাদের কণ্ঠরোধ করার একটি কুৎসিত প্রয়াস

কবি আব্দুল হাই শিকদার : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬-এর ৫৭ ধারা নতুন করে করা হচ্ছে। আমরা নতুন ও পুরোনো বুঝি না। আমাদের কাছে ৫৭ ধারা কোনোমতেই গ্রহণযোগ্য নয়। যে কোনো প্রকারের দমন, পীড়ন, কণ্ঠরোধ করার আইন দশ বছর হউক আর ১ বছর হউক এটি কোনো মতে মেনে নেওয়া যায় না। এই আইন করা পুরোপুরিভাবে আমাদের সাংবিধানিক অধিকার ও সংবাদ পত্রের স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ করা। একটি স্বাধীন দেশে এমন আইন করা ঠিক নিয়। আমরা এমন আইনের বিরোধীতা করি। কারণ, এটি আমাদের কণ্ঠরোধ করার একটি কুৎসিত প্রয়াস। এমন আইনের নিন্দা করি। এগুলো থেকে সরে আসার জন্য সরকারকে অনুরোধ করি। যারা গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য ৫৭ ধারার মতো আইন অতীতে করেছে, তাদের শেষ পরিণতি ভালো হয়নি। সমাজে তাদের খুব বাজে ও ভয়াবহ পরিণতি হয়েছে। আমরা চাইনা একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশ স্বাধীন হয়েছে, সে দেশে একটি দলও কিছু মানুষের স্বার্থে ৫৭ ধারার মতো আইন করুক। এটি মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সাংঘর্ষিক। তথ্য প্রযুক্তি আইনের মাধ্যমে ৫৭ ধারার মতো আইন উলট পালট করে যাই করা হউক এটি অগ্রণযোগ্য। যত দিন আমাদের সংবাদ পত্রের স্বাধীনতা না আসবে, আমাদের সাংবাদিকের কলম মুক্ত না হবে, আমরা আন্দোলন করে যাব। এই আইন আমরা মেনে নিব না।

পরিচিতি : সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
মতামত গ্রহণ : গাজী খায়রুল আলম
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়