শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৪:০০ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাতারবাড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আশরাফুল করিম নোমান, মহেশখালী: মহেশখালীর মাতারবাড়ীতে রুবি আকতার(২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৮ জানুয়ারী রাত সাড়ে ৭টার সময়, মাতারবাড়ীর হংসমিয়াজীর পাড়াস্থ হেডপাড়া গ্রামে।

নিহত গৃহবধূ মৃত আব্দুল রাজ্জাকের মেয়ে এবং হেডপাড়া গ্রামের আলম কুদ্দুসের ছেলে নুরুল আমিনের স্ত্রী।

শাশুরবাড়ীর লোকজনের দাবী, রুবি বিষপানে আত্মহত্যা করেছে। অপরদিকে রুবির মা হোসনে আরার দাবী তার মেয়েকে শাশুরবাড়ীর লোকজন শারীরিক নির্যাতন করে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। দেড় বছর আগে হংসমিয়াজীর পাড়ার আলম কুদ্দুস এর ছেলে নুরুল আমিনের সাথে মাঝেরড়েইল এলাকার মৃত আব্দুল রাজ্জাক এর মেয়ে রুবি আক্তারের বিয়ে হয়।

স্থানীয়দের সুত্রে জানা যায়, একটি বালিস সংক্রান্ত বিষয় নিয়ে রুবি আকতার ও তার ঝা ছেনোয়ারার মধ্যে তুচ্ছ ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে ভাসুর জালাল ও ঝা ছানোয়ারা ও ভাসুরের মেয়ে রুমানা রুবিকে মারধর করে বলে অভিযোগ উঠেছে।

২৮ জানুয়ারী রাত ৭টায় রুবির মৃত্যু হলে গভীর রাতে রুবির পিতার বাড়ীতে মৃত্যুর সংবাদ দেয় শশুরবাড়ীর লোকজন। রুবির বাপের বাড়ীর লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ২৯ জানুয়ারী সোমবার ঘটনাস্থল থেকে রুবিকে উদ্ধার করে ময়না ততদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার বিষয়ে নিহত রুবি আক্তারের মা হোসনে আরা বেগম বাদী হয়ে নুরুল আমিন কে প্রধান করে ৭জনের বিরুদ্ধে মহেশখালী- থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মহেশখালী থানার মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আমিনুল রহমান জানান, ঘটনার বিষয়ে মহেশখালী থানায় মামলা রুজু হয়েছে এবং এজাহার নামীয় আসামী মুন্সি ও আছিয়া বেগমকে আটক করা হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়