শিরোনাম
◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা?  ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৪:০০ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাতারবাড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আশরাফুল করিম নোমান, মহেশখালী: মহেশখালীর মাতারবাড়ীতে রুবি আকতার(২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৮ জানুয়ারী রাত সাড়ে ৭টার সময়, মাতারবাড়ীর হংসমিয়াজীর পাড়াস্থ হেডপাড়া গ্রামে।

নিহত গৃহবধূ মৃত আব্দুল রাজ্জাকের মেয়ে এবং হেডপাড়া গ্রামের আলম কুদ্দুসের ছেলে নুরুল আমিনের স্ত্রী।

শাশুরবাড়ীর লোকজনের দাবী, রুবি বিষপানে আত্মহত্যা করেছে। অপরদিকে রুবির মা হোসনে আরার দাবী তার মেয়েকে শাশুরবাড়ীর লোকজন শারীরিক নির্যাতন করে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। দেড় বছর আগে হংসমিয়াজীর পাড়ার আলম কুদ্দুস এর ছেলে নুরুল আমিনের সাথে মাঝেরড়েইল এলাকার মৃত আব্দুল রাজ্জাক এর মেয়ে রুবি আক্তারের বিয়ে হয়।

স্থানীয়দের সুত্রে জানা যায়, একটি বালিস সংক্রান্ত বিষয় নিয়ে রুবি আকতার ও তার ঝা ছেনোয়ারার মধ্যে তুচ্ছ ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে ভাসুর জালাল ও ঝা ছানোয়ারা ও ভাসুরের মেয়ে রুমানা রুবিকে মারধর করে বলে অভিযোগ উঠেছে।

২৮ জানুয়ারী রাত ৭টায় রুবির মৃত্যু হলে গভীর রাতে রুবির পিতার বাড়ীতে মৃত্যুর সংবাদ দেয় শশুরবাড়ীর লোকজন। রুবির বাপের বাড়ীর লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ২৯ জানুয়ারী সোমবার ঘটনাস্থল থেকে রুবিকে উদ্ধার করে ময়না ততদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার বিষয়ে নিহত রুবি আক্তারের মা হোসনে আরা বেগম বাদী হয়ে নুরুল আমিন কে প্রধান করে ৭জনের বিরুদ্ধে মহেশখালী- থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মহেশখালী থানার মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আমিনুল রহমান জানান, ঘটনার বিষয়ে মহেশখালী থানায় মামলা রুজু হয়েছে এবং এজাহার নামীয় আসামী মুন্সি ও আছিয়া বেগমকে আটক করা হয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়