মাহাদী আহমেদ : রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি’কে গ্রেপ্তার করা হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোতে দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে বয়কট করার আহ্বান জানিয়ে আয়োজন করা এক বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ায় দেশটির পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
আটক হওয়ার পর নাভালনি তার সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যেতে আহ্বান জানিয়ে এক টুইট বার্তায় লেখেন, আমাকে আটক করা হয়েছে। তবে এতে কিছু আসে যায় না।
এর আগে নাভালনি আসন্ন এ নির্বাচনকে অসত ও এক ধরনের প্রহসণ বলে মন্তব্য করেছিলেন।
নাভালনি হলেন রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে বড় সমালোচনাকারী। চলতি বছরের ১৮ই মার্চে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বিরোধী দলীয় এই নেতাকে নির্বাচনে অংশ গ্রহনের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হয়।
রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ১৮০ জনেরও বেশী বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। দ্যা গার্ডিয়ান
বছরের ১৮ই মার্চে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বিরোধী দলীয় এই নেতাকে নির্বাচনে অংশ গ্রহনের ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করা হয়।
রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ১৮০ জনেরও বেশী বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। দ্যা গার্ডিয়ান