শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০২:৫০ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিজে জুড়েই অসহায় অস্ট্রেলিয়া

স্পোর্টিস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১২ রানে হেরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ফলে, সিরিজটি ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া শুধু সিরিজের চতুর্থ ম্যাচে জয় পেয়েছিল। এবার অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-নিউজিল্যান্ড ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।

পার্থে অনুষ্ঠিত ম্যাচটিতে আজ ইংল্যান্ডের দেয়া ২৬০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারে ২৪৭ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করেন মার্কাস স্টয়নিস। ইংল্যান্ডের পক্ষে টম কুরান নেন পাঁচটি উইকেট। এছাড়া মঈন আলী ৩টি ও আদিল রশীদ ১টি করে উইকেট নেন।

ম্যাচে জয়ের জন্য শেষ ২৪ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২৫ রান। তখন তাদের হাতে দুই উইকেট। কিন্তু তারা ম্যাচটি বের করে আনতে পারেনি। দশ বল বাকি থাকতেই তারা অলআউট হয়ে যায়।

এদিন প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে ২৫৯ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন জো রুট। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যান্ড্রু টাই নেন পাঁচটি উইকেট। এছাড়া মিচেল মার্শ ২টি, অ্যাডাম জাম্পা ১টি ও মিচেল স্টার্ক ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: ১২ রানে জয়ী ইংল্যান্ড।

ইংল্যান্ড ইনিংস: ২৫৯ (৪৭.৪ ওভার)

(জ্যাসন রয় ৪৯, জনি বেয়ারস্টো ৪৪, আলেক্স হেলস ৩৫, জো রুট ৬২, ইয়ন মরগ্যান ৩, জস বাটলার ২১, মঈন আলী ৬, আদিল রশীদ ১২, ডেভিড উইলে ২, টম কুরান ১১*, জেক বল ০; মিচেল স্টার্ক ১/৬৩, জস হ্যাজলেউড ০/৫১, মিচেল মার্শ ২/২৪, অ্যান্ড্রু টাই ৫/৪৬, অ্যাডাম জাম্পা ১/৪৬, গ্লেন ম্যাক্সওয়েল ০/২৩)।

অস্ট্রেলিয়া ইনিংস: ২৪৭ (৪৮.২ ওভার)

(ডেভিড ওয়ার্নার ১৫, ট্রাভিস হেড ২২, মার্কাস স্টয়নিস ৮৭, স্টিভেন স্মিথ ১২, মিচেল মার্শ ১৩, গ্লেন ম্যাক্সওয়েল ৩৪, টিম পেইনে ৩৪, মিচেল স্টার্ক ০, অ্যান্ড্রু টাই ৮, অ্যাডাম জাম্পা ১১, জস হ্যাজলেউড ০; ডেভিড উইলে ০/৩৭, টম কুরান ৫/৩৫, মঈন আলী ৩/৫৫, আদিল রশীদ ১/৫৫, জেক বল ০/৫৮)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: টম কুরান (ইংল্যান্ড)।

প্লেয়ার অব দ্য সিরিজ: জো রুট (ইংল্যান্ড)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়