শিরোনাম
◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ০১:০২ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালালে ৭৩ লাখ বৈদেশিক মুদ্রাসহ যাত্রী গ্রেফতার

নুরুল আমিন হাসান : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৩ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ সোবহান শেখ নামের এক যাত্রীকে গ্রেফতার করেছে শুল্ক ও তদন্ত অধিদপ্তর। ওই যাত্রীর মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায়।

বিমানবন্দরের ৭ নং ব্যাগেজ বেল্ট এলাকা শনিবার মধ্যরাতে বৈদেশিক মুদ্রাসহ তাকে গ্রেফতার করা হলেও রোববার এসব তথ্য জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহা-পরিচালক (ডিজি) ড. মঈনুল খান।

তিনি বলেন, 'আগমনী এক যাত্রীর নিকট থেকে ঘোষণা বর্হিভূত ও বিশেষভাবে লুকায়িত বিপুল পরিমাণ সৌদি রিয়ালস সোবহান শেখ নামের এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। তিনি ঢাকা-মালয়েশিয়া রুটের বিমান এমএইচ ১৯৬ ফ্লাইটে রাতে মালয়েশিয়া থেকে এসেছেন।'

তিনি বলেন, তার পাসপোর্ট চেক করে দেখা যায়, তিনি ২০১৮ সালের জানুয়ারি মাসে মালয়েশিয়া-ঢাকা রুটে ৩ বার ও ২০১৭ সালে একই রুটে ৭ বার বিদেশ গমন করেছেন।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, স্বর্ণ ক্রয়ের উদ্দেশ্যে তিনি এসব মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন। ইতোপূর্বে তিনি এভাবে ৪ বার মুদ্রা বহনপূর্বক স্বর্ণ চোরাচালান করেছিলেন। চোরাচালানকৃত স্বর্ণ তিনি তাঁতীবাজারে জনৈক মিন্টু ঘোষ ও শাহজাহান এর নিকট বিক্রি করে থাকেন মর্মে তথ্য প্রদান করেন।

উপরোক্ত উদ্দেশ্যেই তিনি গত বৃহস্পতিবার বাংলাদেশ থেকে এসব মুদ্রা মালয়েশিয়াতে বহন করেছিলেন। তবে কোন এক অজানা কারণে তাকে মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে মর্মে জানান। এসব মুদ্রা তিনি কোন প্রকার ঘোষণা ছাড়াই বহন করছিলেন বলেও ডিজি জানান।

ড. মঈনুল খান বলেন, 'সুনির্দিষ্ট গোপন
সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর জুতা ও শরীর তল্লাশি করে তার কাছ থেকে ৩ লাখ ২৭ হাজার মূল্যমানের সৌদি রিয়াল উদ্ধার করা হয়।বাংলাদেশি টাকায় এসব মুদ্রার পরিমাণ ৭২ লাখ ৬২ হাজার ৬৭০ টাকা।

এই ব্যাপারে গ্রেফতারকৃত যাত্রীকে শুল্ক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার করে অন্যান্য আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও ড. মঈনুল খান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়