শাহরিয়ার কবির
অবৈধভাবে মুক্তিযোদ্ধের সনদ দিয়ে কোটি কোটি টাকা নিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালায়, এমন অভিযোগ করেছেন, ‘একাত্তরের মুক্তিযোদ্ধা’ নামের একটি সংগঠন। তারা কিভাবে জানল, দেশে ভূয়া মুক্তিযোদ্ধার সনদ দেওয়া হচ্ছে? তাদের কাছে কি প্রমাণ আছে? যদি প্রমাণ থাকে, তাহলে তা উপস্থাপন করুক। না হলে এই অভিযোগের কারণে তার বিরুদ্ধে মানহানি মামলা করবে মন্ত্রণালয়। মুখে কোনো কথা বললে তো আর হয় না। প্রতিটি অভিযোগের প্রমাণ থাকতে হয়। প্রমাণ দেখিয়ে কোনো অভিযোগ করলে তা গ্রহণযোগ্য হয়। গ্রহণযোগ্য হলে তার বিরুদ্ধে একশন নেয়া যায়। তাছাড়া আন্দাজ করে কথা বলে কোনো লাভ হয় না। ভূয়া মুক্তিযোদ্ধা হয়েছিল যেগুলো, সেগুলো নিয়ে মামলা হয়েছিল। সব খবরের কাগজে এটি নিয়ে লেখালেখি হয়েছিল। তাদের নাম বাতিল করা হয়েছিল। সেই সময় নিচু পর্যায় থেকে সচিব পর্যন্ত দুর্নীতি হয়েছিল। তাদের বিরুদ্ধে একশন নেয়া হয়েছে।
পরিচিতি : সভাপতি, ঘাতক দালাল নির্মূল কমিটি
মতামত গ্রহণ : গাজী খায়রুল আলম
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ