শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৮:৩২ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে সাংবাদিক সোহেল রানার উপর হামলা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিধিনি : মৌলভীবাজারের কমলগঞ্জে সাবেক এক যুবলীগ নেতার বিরুদ্ধে রাস্তার পাশে সৃজনকৃত সামাজিক বনায়নের গাছ কেটে নেওয়া এবং স্থানীয় আজম শাহ্ (রঃ) মাজারে উরসের নামে জুয়ার বোর্ড বসিয়ে টাকা আদায় করা নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক সোহেল রানার উপর হামলা করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারস্থ তার ব্যক্তিগত অফিসের সামনে হামলার এ ঘটনা ঘটে।

হামলার শিকার সোহেল রানা দৈনিক আমাদের অর্থনীতির মৌলভীবাজার প্রতিনিধি এবং ‘এনজেনিউজ টোয়েন্টিফোর ডটকম’ এর প্রকাশক এবং প্রধান সম্পাদক। এদিকে সোহেল রানার উপর অতর্কিত হামলা ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

সাংবাদিক সোহেল রানা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারস্থ তার ব্যক্তিগত অফিসের সামনে আসা মাত্রই কমলগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর আনোয়ার হোসেনের ভাগ্নে বাবুলের নেতৃত্বে তার উপর অতর্কিত হামলা করা হয়। এ সময় স্থানীয় লোকজন এবং ব্যবসায়ীরা এগিয়ে এসে তাকে রক্ষা করলেও হামলাকারীরা ছিনিয়ে নিয়েছে তার সাথে থাকা নগদ টাকা।

তিনি অভিযোগ করেন, কমলগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর আনোয়ার হোসেনের বিরুদ্ধে উপজেলার ভানসুগাছ-সরইবাড়ি রাস্তার পাশে বন বিভাগের সৃজনকৃত সামাজিক বনায়নের গাছ কেটে নেওয়া এবং পৌর এলাকার রামপাশার এলাকায় গতকাল শুক্রবার বার্ষিক উরসকে ঘিরে জুয়ার আসর বসিয়ে টাকা আদায়ের অভিযোগে সাবেক এ যুবলীগ নেতাকে নিয়ে তার অনলাইন নিউজ পোর্টাল ‘এনজেনিউজ টোয়েন্টিফোর ডটকম’এ সংবাদ প্রকাশ করেন। এতে সাবেক এই যুবলীগ নেতা এবং তার স্বজনরা ক্ষুব্ধ হয়ে পূর্ব পরিকল্পিতভাবে যুবলীগ নেতার ভাগ্নে বাবুলের নেতৃত্বে তার উপর হামলা করা হয়। এ সময় হামলাকারীরা তাকে মারধর করে সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।

এদিকে সাংবাদিক সোহেল রানার উপর হামলার সংবাদ পেয়ে কমলগঞ্জ থানার এসআই চম্পক দামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলার খবর পেয়ে তার ব্যক্তিগত অফিসে ছুটে আসেন কমলগঞ্জে কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিরা।

কমলগঞ্জ থানার ওসি মোক্তাদির বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে সাংবাদিক সোহেল রানা অভিযোগ করলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়