ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক এই অর্থমন্ত্রীর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা দ্রুত কিবরিয়া হত্যা মামলার রায় ঘোষণার দাবি জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কিবরিয়ার প্রকৃত হত্যাকারী ও হত্যার নীলনক্সাকারীদের দেশে ফিরিয়ে এনে আইনের হাতে সোপর্দ করার দাবি জানিয়ে বক্তারা বলেছেন, কিবরিয়া সাহেবের মত অর্থনীতিবিদ বাংলার মাটিতে আর কখনো জন্মাবে না।
বক্তারা আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ভেদাভেদ ভুলে গিয়ে নেতা-মন্ত্রী, কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেখ হাসিনার আলোতেই সবাই আলোকিত। জননেত্রী শেখ হাসিনার জন্যই বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এদেশের মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছে। শেখ হাসিনা ছাড়া সবই অন্ধকার। দলে এবং সরকারে কারো সাথে বিরোধ থাকলে দ্রুত মিটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা বিরোধ সৃষ্টি করে রাখবেন তারাই খন্দকার মোস্তাক ও বিএনপি জামাতের এজেন্ট হিসেবে কাজ করবেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী। বক্তব্য রাখেন সৈয়দ হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, চিত্রনায়ক ফারুক, পীযুষ বন্দোপাধ্যায়, বীরমুক্তিযোদ্ধা মোবারক আলী শিকদার, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, কবি রবীন্দ্র গোপ, দিলারা ইয়াসমিন, বীরমুক্তিযোদ্ধা শাহাদাত চৌধুরী সাধন, হাবিব উল্লাহ রিপন, দিলীপ সরকার, পারুল আক্তার লোপাসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।