[caption id="attachment_444269" align="alignnone" width="649"] ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়ের পর ট্রফি হাতে হাস্স্যোজ্বল ক্যারোলিন ওজনিয়াকি।[/caption]
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের শিরোপা জিতলেন ডেনমার্কের টেনিস কন্যা ক্যারোলিন ওজনিয়াকি। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে রোমানিয়ার টেনিস তারকা সিমোনা হালেপের বিরুদ্ধে ৭-৬, ৩-৬, ৬-৪ গেমে জয় নিয়ে ক্যারিয়ারে প্রথমবার গ্র্যান্ডস্ল্যাম জয় করলেন ওজনিয়াকি।
ফাইনালে জয়লাভ কওে শুধু শিরোপাই জয় করেন নি ওজনিয়াকি। শিরোপার সঙ্গে কেড়ে নিয়েছেন হালেপের র্যাংকিংয়ের শীর্ষস্থানটাও। ডেনমার্কের এ টেনিস সুন্দরী জায়গা করে নিয়েছেন টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষে।
হালেপের বিপক্ষে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করেছেন ওজনিয়াকি। প্রথম সেট ৭-৬ গেমে জয়ের পর হালেপ ঘুরে দাঁড়িয়ে ৬-৩ গেমে দ্বিতীয় সেট জয় করেন। শেষ সেটে তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলা হয়।
শেষ সেটের প্রথম দিকে ৩-৩ গেমে সমতায় ছিলেন দুজনই। এরপর ৪-৪ গেমে সমতা হয়। টানটান উত্তেজনায় শেষপর্যন্ত হালেপকে আর কোনো সুযোগই দেন নি ওজনিয়াকি। ফাইনাল জিতে নেন ৬-৪ গেমে। আর নিলেন প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়ের স্বাদ।