শিরোনাম
◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ  ◈ ৯১ সালে জামায়াত সমর্থন না দিলে বিএনপি এ পর্যায়ে আসতো না: তাহের ◈ ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি কী কিছুটা বেকায়দায় পড়েছে ◈ সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৮:৫৯ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দশ বছর সময় পাওয়ার পরেও কেমনে তড়িঘড়ি করে মামলা শেষ করা হচ্ছে’(ভিডিও)

কে এম হোসাইন : এতিমখানার জন্য বিদেশ থেকে অনুদান এনে সেই টাকা প্রধানমন্ত্রী আত্মসাত করে, সেটা আসলে জাতির জন্য দূর্ভাগ্য বলে মন্তব্য করেন যুবমহিলা লীগের সভাপতি নাজমা আক্তার।

শবনম আযীমের সঞ্চালনায় একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে তিনি একথা বলেন। এছাড়া ছিলেন । এছাড়া ছিলেন বিএনপির নেতা ব্যারিস্টার এম সারোয়ার হোসেন ।

সভাপতি নাজমা আক্তার বলেন, বিচার বিভাগ সরকারের দ্বারা পরিচালিত হচ্ছে না। সেটা আমরা সার্বিক বিচার ব্যবস্থা যেসব বিচার কার্যক্রম চলছে তা দেখলেই বুঝতে পারি। বিএনপি’র নেতা মনে করছে বিচারের রায় পক্ষে গেলে বিচার বিভাগ স্বাধীন। পক্ষে না গেলে ঠিক থাকবে না। এটা বলার তো কোন কারণ নাই। বিচার বিভাগ চলে বিচারালয়ের বিচারপতির দ্বারা পরিচালিত হয়। সেখানে আসামি ও বাদী পক্ষ থাকে। খালেদা জিয়ার মামলা ২০০৮ সালের মামলা তৎকালীন কেয়ারটেকার সরকারের সময়ে করা হয়েছিলো। ট্রাস্টের টাকা আত্মসাতের কারণে সেসময় মামলাটি করা হয়। যে জিয়া এতিমখানা ট্রাস্টের জন্য এ্যাকাউন্ট খুলা হয়ে ছিলো সেটির কোন ঠিকানা ছিলো না। আর এতিমখানার জন্য বিদেশ থেকে টাকা অনুদান আনার পরে সেই টাকা যদি প্রধানমন্ত্রীসহ তার ছেলেরা আত্মসাত করে। সেটা জাতির জন্য কলঙ্ক। এই টাকা আত্মসাতের জন্য আওয়ামী লীগ মামলা করেনি। মামলা সাক্ষী প্রমাণ হাজিরে বিএনপি যথেষ্ট সময় পেয়েছে। আর কতদিন দিনে তারা বলবে না মামলা তাড়াতাড়ি করে সাজা দেওয়ার জন্য শেষ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়