শিরোনাম
◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন, প্রজ্ঞাপন জারি ◈ এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ ◈ বাংলাদেশি হাইকমিশনারকে ‘হুমকি’ দেওয়া নিয়ে মুখ খুলল ভারত

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৮ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলে আধুনিক মানুষের সবচেয়ে পুরোনো ফসিল আবিস্কার

সজিব সরকার : বিজ্ঞানীরা আফ্রিকার বাইরে সম্প্রতি আধুনিক মানুষের সবচেয়ে পুরোনো ফসিলটি আবিষ্কার করেছেন। জার্নাল সাইয়েন্সের এক গবেষণায় বলা হয়, বিজ্ঞানীরা ইসরায়েলের প্রাগৈতিহাসিক ‘মিসলিয়া গুহা’ থেকে ১৭৭,০০০- ১৯৪,০০০ বছর পুরোনো একটি মানব ফসিল আবিস্কার করেছেন। এটি একটি মানব শরীরের উপরের চোয়ালের অংশ, যেখানে কয়েকটি দাঁতও আছে। স্থানটিতে কিছু শিলাও পাওয়া যায়।

এ দ্বারা নিশ্চিত হওয়া যায় যে, আমাদের প্রজাতির প্রথম প্রজন্মের গল্পটি আবার লেখা যেতে পারে। এর আগে ধারণা করা হত, আধুনিক মানবজাতি ৯০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার বছর পূর্বে আফ্রিকা ত্যাগ করে অন্যত্র বসবাস শুরু করেছিল। কিন্তু নতুন আবিস্কৃত এ ফসিল পূর্বের কাহিনী সম্পর্কে আমাদের ভুল ধারণা ভেঙ্গে দিয়ে আরও স্পষ্ট ধারণা দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের উইস্কনসিন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানী জন হক্স বলেন, ‘এটিই আফ্রিকার বাইরে খুঁজে পাওয়া আধুনিক মানবের চিহ্ন হতে পারে। যে চোয়ালটি আবিস্কার করা হয়েছে তাতে ৭টি পরিপূর্ণ এবং ১টি ভাঙ্গা দাঁত আছে। এ ফসিলটি জিনতাত্বিক গবেষণায় সহায়তা করবে এবং আধুনিক মানবজাতি সম্পর্কে যে ধারণা করা হয় তার সুস্পষ্ট ধারণা দিবে। ‘এটি আবিস্কার হওয়াতে আমি বিস্মিত হয়েছি, এটি দ্বারা হোমো সেপিয়েন্স (মানুষ) এর বিবর্তনের একটি নতুন চিত্র উন্মোচন হলো,। লন্ডনের ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামের সহকারী গবেষক জুলিয়া গ্যালওয়ে উইটহাম বলেন। নিউ ইয়র্ক টাইমস, সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়