শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৬ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার সম্প্রীতি বহাল রয়েছে এবং থাকবে : তথাগত রায়

অনল রায় চৌধুরী, আগরতলা : ভারতের প্রজাতন্ত্র দিবসে আগরতলায় এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন। রাজ্যপাল দুদেশের মধ্যে সম্পর্ক আরো নিবিড় হবে বলে আশা প্রকাশ করেছেন।

আসাম রাইফেলস ময়দানে দেওয়া ভাষণে তিনি বলেন, ধর্মীয় কারণে তৎকালীন পূর্ব বাংলা থেকে বিতাড়িত হয়ে প্রচুর সংখ্যায় সাধারণ মানুষ ত্রিপুরার মাটিতে চলে আসেন। ফলে এই রাজ্যে দুটি জনগোষ্ঠীর সমন্বয়ে নতুন সমাজ সংস্কৃতি গড়ে উঠে। উভয় জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বহাল রয়েছে এবং থাকবে। কিন্তু দেশ ভাগের পর থেকে এরাজ্য অনেক সমস্যায় জড়িয়ে পরে।

তিনি বলেন, ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা নিয়ে এখনো সমস্যা রয়েছে। তবে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ইতিবাচক ভূমিকা পালন করেছে। রাজ্যে প্রয়োজনীয় জিনিষপত্র আনায়নে বাংলাদেশ সহযোগিতা করেছে। পালাটানা এবং মনরাচককে বিদ্যুৎ প্রকল্পের ভারি যন্ত্রাংশ আনানয়নে বাংলাদশের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে। ফলে রাজ্যবাসী সে দেশের কাছে কৃতজ্ঞ।২০১৫-১৬ সালে জাতীয় সড়ক বর্ষায় বিপর্যস্ত হয়ে পরে। যদিও এর স্থায়ী সমাধান করা হয়েছে। ফলে ২০১৭ সালে ব্যাপক বর্ষণেও কোন সমস্যা হয়নি। কিন্তু সেই দিন গুলিতে ত্রিপুরা বাসির জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

তিনি আশা প্রকাশ করে বলেন, দুদেশের মধ্যে সম্পর্ক আরো নিবিড় হচ্ছে। দেশ ভাগের আগে যাতায়ত যেমন কোন সমস্যা ছিল না। তেমনেই বাংলাদেশের মধ্য দিয়ে রেল, সড়ক যোগাযোগের নতুন দিক প্রশস্ত হচ্ছে। দুদেশের মধ্যে এনিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনাও চলছে।

তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো নিবিড় করার আহবান জানান। একেই সঙ্গে তিনি এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকাও উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়