শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৬ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার সম্প্রীতি বহাল রয়েছে এবং থাকবে : তথাগত রায়

অনল রায় চৌধুরী, আগরতলা : ভারতের প্রজাতন্ত্র দিবসে আগরতলায় এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন। রাজ্যপাল দুদেশের মধ্যে সম্পর্ক আরো নিবিড় হবে বলে আশা প্রকাশ করেছেন।

আসাম রাইফেলস ময়দানে দেওয়া ভাষণে তিনি বলেন, ধর্মীয় কারণে তৎকালীন পূর্ব বাংলা থেকে বিতাড়িত হয়ে প্রচুর সংখ্যায় সাধারণ মানুষ ত্রিপুরার মাটিতে চলে আসেন। ফলে এই রাজ্যে দুটি জনগোষ্ঠীর সমন্বয়ে নতুন সমাজ সংস্কৃতি গড়ে উঠে। উভয় জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বহাল রয়েছে এবং থাকবে। কিন্তু দেশ ভাগের পর থেকে এরাজ্য অনেক সমস্যায় জড়িয়ে পরে।

তিনি বলেন, ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা নিয়ে এখনো সমস্যা রয়েছে। তবে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ইতিবাচক ভূমিকা পালন করেছে। রাজ্যে প্রয়োজনীয় জিনিষপত্র আনায়নে বাংলাদেশ সহযোগিতা করেছে। পালাটানা এবং মনরাচককে বিদ্যুৎ প্রকল্পের ভারি যন্ত্রাংশ আনানয়নে বাংলাদশের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে। ফলে রাজ্যবাসী সে দেশের কাছে কৃতজ্ঞ।২০১৫-১৬ সালে জাতীয় সড়ক বর্ষায় বিপর্যস্ত হয়ে পরে। যদিও এর স্থায়ী সমাধান করা হয়েছে। ফলে ২০১৭ সালে ব্যাপক বর্ষণেও কোন সমস্যা হয়নি। কিন্তু সেই দিন গুলিতে ত্রিপুরা বাসির জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

তিনি আশা প্রকাশ করে বলেন, দুদেশের মধ্যে সম্পর্ক আরো নিবিড় হচ্ছে। দেশ ভাগের আগে যাতায়ত যেমন কোন সমস্যা ছিল না। তেমনেই বাংলাদেশের মধ্য দিয়ে রেল, সড়ক যোগাযোগের নতুন দিক প্রশস্ত হচ্ছে। দুদেশের মধ্যে এনিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনাও চলছে।

তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো নিবিড় করার আহবান জানান। একেই সঙ্গে তিনি এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকাও উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়